এফ-টি ফাইনাল খেলায় বিটুইকে হারিয়ে দাঁতমন্ডল একাদশ বিজয়ী
- আপডেট টাইম : ০৪:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ২০৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা এফ,টি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।২রা সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার বিকালে কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীদের সুত্র মতে টিনের ঘরের চালে উঠে খেলা দেখতে গিয়ে ঘর ভেঙ্গে পড়ে প্রায় শতাদিক লোক আহত হওয়ারও খবর পাওয়া গেছে।আহতরা নাসিরনগর,সরাইল,ব্রাহ্মণবাড়িয়া সদরে চিকিৎসার জন্য চলে গেছে।
ফাইনাল খেলায় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল একাদশ ও উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই একাদশ মুখোমুখী হয়। খেলায় দাঁতমন্ডল একাদশ বিটুই একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হন
এই ফুটবল টুনার্মেন্ট ফাইনাল খেলায় ছিল উপচে পড়া দর্শকের ভীড়।খেলায় নিজ নিজ সমর্থকরা তাদের খেলোয়াড়দের গান বাজনা ও ঢাক ঢোল বাজিয়ে উৎসাহিত করতে দেখা গেছে। উভয় দলেই দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ছাড়াও কয়েকজন বিদেশি খেলোয়াড়কে খেলতে দেখা গেছে।এ ফুটবল টুর্ণামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগরের স্থানীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে একটি ফ্রীজ ও পরাজিত দলের হাতে একটি এলএডি টেভি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ (ওসি)মোঃহাবিবুল্লাহ সরকার, কুন্ডা ও নাসিরনগরের চেয়ারম্যান এডঃ নাসির উদ্দিন ভূইয়া ও পুতুল রানী সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।