গাছায় অপপ্রচারের অভিযোগে কাউন্সিলর ও তার দুই পুত্রের বিরুদ্ধে ডায়েরি
- আপডেট টাইম : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ২৩০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের (৫৫) বিরুদ্ধে অন্য প্রার্থীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী রাশেদুজ্জামান জুয়েল মন্ডল বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগে ওই কাউন্সিলরের দুই ছেলে সাদ্দাম হোসেন তন্ময় (৩০) ও সাব্বির হোসেন রাজের (২৫) নামও রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কাউন্সিলর পদপ্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুজ্জামান জুয়েল মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় নানা উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল এবং তার ছেলে সাদ্দাম হোসেন তন্ময় ও সাব্বির হোসেন রাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন রকম মিথ্যা-বানোয়াট তথ্য প্রচার করছেন। অভিযুক্তরা কথিত সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জুয়েল মন্ডলকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। আমি এমন কোন অপরাধের সঙ্গে জড়িত নই যে এলাকাবাসীর কাছে মূর্তিমান আতংক। গোয়েন্দা সংস্থা ও সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ সরোজমিনে তদন্ত করেন।তিনি আরও বলেন, ‘কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল ও তার দুই ছেলে যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথ্য-উপাত্ত ফেইসবুকে ছড়াচ্ছে এতে আমার মানসম্মান নষ্ট হচ্ছে। অভিযুক্তরা যেকোন সময় আমার ও পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।এ বিষয়ে জানতে অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। গাছা থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, রাশেদুজ্জামান জুয়েল মন্ডলের লিখিত ভাবে বিষয় থানায় জানিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন