গাজীপুর মহানগর ২ নং ওয়ার্ডে টিসিবির পন্য বিতরণ
- আপডেট টাইম : ০৮:১৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এর ধারাবাহীকতায় ২ নং ওয়ার্ডে কাউন্সিলর ও কার্যকরী সদস্য আওয়ামী লীগের মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয় ২ নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসে। এ সময় কাউন্সিলর নিজে থেকেই এই পণ্য বিক্রয় করেন। কার্ডধারী একটি পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ কিনতে পারেন নিম্নআয়ের লোকজন। প্রতি কেজি সয়াবিন তৈল ১১০ টাকা,প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা ধরে ক্রয় করেছে নিম্নআয়ের লোকজন। টিসিবির পণ্য পেয়ে অনেকেই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।