ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

কার্য সহকারী আওলাদ সিন্ডিকেটই গিলে খাচ্ছে গাজীপুর গনপুর্ত বিভাগ আওলাদ সিন্ডিকেটের দুর্নীতির পর্ব – ১

সময়ের অনুসন্ধান রিপোর্ট।। 
  • আপডেট টাইম : ০২:৩৪:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২
  • / ৪১৪ ৫০০০.০ বার পাঠক

আওলাদের বিরুদ্ধে,যতই অভিযোগ উঠুক, যতই থাকুক প্রমান কোন কিছুতেই কিচ্ছু হবেনা লুটেরা সিন্ডিকেটের মুল হোতা আওলাদের। সে নিজেই এই দম্ভোক্তি করে বেড়াচ্ছেন

গাজীপুরে গনপুর্ত অধিদপ্তরের দুর্নীতির খলনায়ক অ্যাাডলফ হিটলার কার্য সহকারী আওলাদ ।
চিহ্নিত দুর্নীতিবাজ সাবেক নির্বাহী আনোয়ারুল আজিম, বিদায় নিলেও তার প্রেতাত্মা দুর্নীতির মাস্টার পুত্র লুটেরা আওলাদ কে দিয়ে দুর্নীতির মহোৎসব চালিয়ে যাচ্ছেন।
এসব ব্যাপারে নানা অনিয়মের তথ্য এরইমধ্যে সময়ের কন্ঠ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। সিন্ডিকেটের নানা অপকর্মসহ হুন্ডি লেনদেনে জড়িত থাকার বিষয়ে প্রমাণ মিলেছে, আলাদীনের চেরাগ— গাজীপুর এল এ অফিসের সাবেক সি এ মাহমুদ হাসানের সহায়তায়, বিভিন্ন প্রকল্পে নাল জমিতে স্থাপনা দেখিয়ে এবং সাইনবোর্ড লাগিয়ে, গাজীপুর ভুমি অধিগ্রহণ অফিস হতে রাষ্ট্রের কোষাগার লুটপাট করার প্রমাণ মিলেছে সর্বোপরি ব্যাপক দুর্নীতি করেও এম পি মেহের আফরোজ চুমকির ক্ষমতার দাপটে দুর্নীতি ধামাচাপা দেন। তাছাড়া ইতিমধ্যেই দুর্নীতির মাধ্যমে গাজীপুর এল এ অফিস হতে, সি এ মাহমুদ হাসানের মাধ্যমে আওলাদ শতকোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন, গাজীপুর গনপুর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর , গনপুর্ত বিভাগের আওলাদ এরা রাতারাতি শতকোটি টাকার মালিক বনে গেছেন,
রাজপুত্রের রাক্ষস বধ করে রাজকন্যা, উদ্ধারের রুপকথা এখন অচল । এখন সর্ষের ভেতরই ভুত্বা নাচে। সাপ আর সাপুড়ে ভাগাভাগি করে ব্যাঙ খায়!ফ্যাক্টঃ গাজীপুর জেলার গনপুর্ত অধিদপ্তরের উপ- বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, গাজীপুর জেলার গনপুর্ত বিভাগের আওলাদ ও তার সহযোগী গাজীপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এল, এ মোহাম্মদ মশিউর রহমানের দুর্নীতির ক্যাশিয়ার সি,এ, মাহমুদ হাসান গাজীপুর, গনপুর্ত বিভাগের প্রকৌশলীদের ভাগ্যদেবতা!
দুর্নীতির মহানায়ক নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল বিদায় নিয়েও তার প্রেতাত্মা দিয়ে দুর্নীতির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কার্য সহকারী আওলাদ সিন্ডিকেটই গিলে খাচ্ছে গাজীপুর গনপুর্ত বিভাগ আওলাদ সিন্ডিকেটের দুর্নীতির পর্ব – ১

আপডেট টাইম : ০২:৩৪:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২

আওলাদের বিরুদ্ধে,যতই অভিযোগ উঠুক, যতই থাকুক প্রমান কোন কিছুতেই কিচ্ছু হবেনা লুটেরা সিন্ডিকেটের মুল হোতা আওলাদের। সে নিজেই এই দম্ভোক্তি করে বেড়াচ্ছেন

গাজীপুরে গনপুর্ত অধিদপ্তরের দুর্নীতির খলনায়ক অ্যাাডলফ হিটলার কার্য সহকারী আওলাদ ।
চিহ্নিত দুর্নীতিবাজ সাবেক নির্বাহী আনোয়ারুল আজিম, বিদায় নিলেও তার প্রেতাত্মা দুর্নীতির মাস্টার পুত্র লুটেরা আওলাদ কে দিয়ে দুর্নীতির মহোৎসব চালিয়ে যাচ্ছেন।
এসব ব্যাপারে নানা অনিয়মের তথ্য এরইমধ্যে সময়ের কন্ঠ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। সিন্ডিকেটের নানা অপকর্মসহ হুন্ডি লেনদেনে জড়িত থাকার বিষয়ে প্রমাণ মিলেছে, আলাদীনের চেরাগ— গাজীপুর এল এ অফিসের সাবেক সি এ মাহমুদ হাসানের সহায়তায়, বিভিন্ন প্রকল্পে নাল জমিতে স্থাপনা দেখিয়ে এবং সাইনবোর্ড লাগিয়ে, গাজীপুর ভুমি অধিগ্রহণ অফিস হতে রাষ্ট্রের কোষাগার লুটপাট করার প্রমাণ মিলেছে সর্বোপরি ব্যাপক দুর্নীতি করেও এম পি মেহের আফরোজ চুমকির ক্ষমতার দাপটে দুর্নীতি ধামাচাপা দেন। তাছাড়া ইতিমধ্যেই দুর্নীতির মাধ্যমে গাজীপুর এল এ অফিস হতে, সি এ মাহমুদ হাসানের মাধ্যমে আওলাদ শতকোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন, গাজীপুর গনপুর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর , গনপুর্ত বিভাগের আওলাদ এরা রাতারাতি শতকোটি টাকার মালিক বনে গেছেন,
রাজপুত্রের রাক্ষস বধ করে রাজকন্যা, উদ্ধারের রুপকথা এখন অচল । এখন সর্ষের ভেতরই ভুত্বা নাচে। সাপ আর সাপুড়ে ভাগাভাগি করে ব্যাঙ খায়!ফ্যাক্টঃ গাজীপুর জেলার গনপুর্ত অধিদপ্তরের উপ- বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, গাজীপুর জেলার গনপুর্ত বিভাগের আওলাদ ও তার সহযোগী গাজীপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এল, এ মোহাম্মদ মশিউর রহমানের দুর্নীতির ক্যাশিয়ার সি,এ, মাহমুদ হাসান গাজীপুর, গনপুর্ত বিভাগের প্রকৌশলীদের ভাগ্যদেবতা!
দুর্নীতির মহানায়ক নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল বিদায় নিয়েও তার প্রেতাত্মা দিয়ে দুর্নীতির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন