সাভার ও আশুলিয়া ডিমের আরতে ভোক্তা অধিদপ্তরের অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট টাইম : ০৪:৪৮:১১ অপরাহ্ণ, শনিবার, ২০ আগস্ট ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
সাভার আশুলিয়া অতিরিক্ত দামে ডিম বিক্রি ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি করা ও মূল্য তালিকা না রাখা সহ নানা অভিযোগে ঢাকা পার্শ্ববর্তী এলাকায় সাভারে তিনটি দোকানে মালিককে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর এ সময় জরিমানার টাকা পরিশোধ না করতে পারায় দুই আডতদারকে আটক করা হয়েছে। শনিবার ২০ আগস্ট বেলা১২টার দিকে আশুলিয়া বাইপেল বাগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
আটকেরা হলেন আসিফ হোসেন এন্টার প্রাইভেট ডিমের আডতেরা মালিক শাহ আলম হোসেন ও এসজে এগো এর মালিক স্বপন ইসলাম। ভোক্তা অধিকার অধিদপ্তরের সরকারি পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন কিছু অসৎ ব্যবসায়ী ডিমের বাজারে সিডিকেটের
মাধ্যমে দাম বৃদ্ধি করছে।গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া ডিমের আড়তের অভিযান পরিচালনা করা হয়।আশুলিয়া তে মোট তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়।এ সময় তারা জরিপানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের পুলিশ হেফাজতে
রাখা হয়েছে।উল্লেখিত ১৩ই আগস্ট ২০২২ তারিখে কাজী ফার্ম উৎপাদিত সব ডিম প্রস্তাবিত দরের চেয়ে বেশি দামে কুড়ায় করেন ফয়সাল এন্টার নামে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।এবং সামরিকভাবে প্রতিষ্ঠান কে বন্ধ ঘোষণা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান