ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

নরসিংদী জেলায় ধারের টাকা চাইতে গেলে-নেমে আসে নারীর উপর নির্যাতন-এ ব্যাপারে থানায় অভিযোগ করলে অভিযোগ নেননি

ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ২২৮ ৫০০০.০ বার পাঠক

তথ্য মতে জানান-চৌধুরী ম্যানশন.বাড়িওয়ালা কাইয়ুম মিয়া বিলাসদী, ভেলানগর, নরসিংদী জেলায় নির্যাতনের শিকার  কামরুন্নাহার নামের এক নারী জানান-তাঁর স্বামী-মৃত-আজহার আলী(এলএলবি নরসিংদী জেলার )২০১৯ ইং সালে-তিনজন কন্যা সন্তান রেখে মারা যান।স্বামীর মৃত্যুর পর-নরসিংদী বার কাউন্সিলে আমাদের মৃত্যু বা বদ  দশ লক্ষ টাকা দেন-আমাদের ভরন পোষনের জন্য।পরবর্তীতে-আমরা যে বাসায় থাকতাম সেই বাসা ছেড়ে আমার স্বামীর সহকারি আইনজীবীর বাসায় আশিয়া বসবাস করি  থাকী চৌধুরী ম্যানশন.বাড়িওয়ালার মালিক  কাইয়ুম মিয়া বিলাসদী, ভেলানগর, নরসিংদী

আমাদের বাড়ী ওয়ালা কাইয়ুম মিয়া  সে আমার কাছে থেকে  দুই লক্ষ টাকা ধার নেন,আমি তাকে দুই লক্ষ টাকা ধার দিয়ে-তাঁর বাসায় ভাড়া থাকি এবং  প্রতি মাসের ভাড়া দিয়ে যাচ্ছে, এবং তাকে যে দুই লাখ টাকা  ধার দিয়েছিলাম বাড়ি করার জন্য, পরবর্তীতে আমার টাকার দরকার হলে-আমি টাকা চাইলে-আমাকে টাকা না দিয়ে-উল্টো নির্যাতন করেন ও মেরে ফেলার হুমকি দেয়।এবং বাসার বিদ্যুৎ গ্যাস পানি কেটে দেন  আমি নির্যাতিত হয়ে  থানায় অভিযোগ করতে গেলে-থানা আমার অভিযোগ নেয়নি।উল্টা থানার এসআই এসে তাদের সাথে হাত মিলিয়ে আমার কন্যা সন্তানদের উপরে ভয়-ভীতি দেখাচ্ছে  বর্তমানে আমি-আমার পাওনা দুই লক্ষ টাকা চাই-ও-আমার প্রতি নির্যাতনের শিকার হয়ে বিচার পারছিনা

বাংলাদেশ পুলিশের ও সকল আইনজীবী কাছে বিচার চাই আইনের উর্ধ্বে কেউ নয় আইন সবার জন্য সমান। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায়  চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদী জেলায় ধারের টাকা চাইতে গেলে-নেমে আসে নারীর উপর নির্যাতন-এ ব্যাপারে থানায় অভিযোগ করলে অভিযোগ নেননি

আপডেট টাইম : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

তথ্য মতে জানান-চৌধুরী ম্যানশন.বাড়িওয়ালা কাইয়ুম মিয়া বিলাসদী, ভেলানগর, নরসিংদী জেলায় নির্যাতনের শিকার  কামরুন্নাহার নামের এক নারী জানান-তাঁর স্বামী-মৃত-আজহার আলী(এলএলবি নরসিংদী জেলার )২০১৯ ইং সালে-তিনজন কন্যা সন্তান রেখে মারা যান।স্বামীর মৃত্যুর পর-নরসিংদী বার কাউন্সিলে আমাদের মৃত্যু বা বদ  দশ লক্ষ টাকা দেন-আমাদের ভরন পোষনের জন্য।পরবর্তীতে-আমরা যে বাসায় থাকতাম সেই বাসা ছেড়ে আমার স্বামীর সহকারি আইনজীবীর বাসায় আশিয়া বসবাস করি  থাকী চৌধুরী ম্যানশন.বাড়িওয়ালার মালিক  কাইয়ুম মিয়া বিলাসদী, ভেলানগর, নরসিংদী

আমাদের বাড়ী ওয়ালা কাইয়ুম মিয়া  সে আমার কাছে থেকে  দুই লক্ষ টাকা ধার নেন,আমি তাকে দুই লক্ষ টাকা ধার দিয়ে-তাঁর বাসায় ভাড়া থাকি এবং  প্রতি মাসের ভাড়া দিয়ে যাচ্ছে, এবং তাকে যে দুই লাখ টাকা  ধার দিয়েছিলাম বাড়ি করার জন্য, পরবর্তীতে আমার টাকার দরকার হলে-আমি টাকা চাইলে-আমাকে টাকা না দিয়ে-উল্টো নির্যাতন করেন ও মেরে ফেলার হুমকি দেয়।এবং বাসার বিদ্যুৎ গ্যাস পানি কেটে দেন  আমি নির্যাতিত হয়ে  থানায় অভিযোগ করতে গেলে-থানা আমার অভিযোগ নেয়নি।উল্টা থানার এসআই এসে তাদের সাথে হাত মিলিয়ে আমার কন্যা সন্তানদের উপরে ভয়-ভীতি দেখাচ্ছে  বর্তমানে আমি-আমার পাওনা দুই লক্ষ টাকা চাই-ও-আমার প্রতি নির্যাতনের শিকার হয়ে বিচার পারছিনা

বাংলাদেশ পুলিশের ও সকল আইনজীবী কাছে বিচার চাই আইনের উর্ধ্বে কেউ নয় আইন সবার জন্য সমান। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায়  চোখ রাখুন