জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।
- আপডেট টাইম : ০৬:২৩:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস।
২ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগর,২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল বলেন, ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস
১৫ আগস্ট, ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন আজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল। সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। এ ছাড়া বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, আরিফ, বেবি ও সুকান্ত, আব্দুল নাঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুব নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয়। তাই এই দিনটিকে বাঙালি জাতি যথাযোগ্য মর্যাদায় পালন করে। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুরেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন। কাশিমপুরে ২নং ওয়ার্ডে কাউন্সিলর এবং কার্যকরী সদস্য আওয়ামী লীগ মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল ২ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাক শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্থানের দোয়া মাহফিল উদ্বোধন করেন দলীয় দিকনির্দেশনায় মিলাদে মাহফিল ও আয়োজন করেন।শোক দিবসে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠন। পবিত্র কোরআন তেলোয়াত মধ্য দিয়ে শোক দিবসটি শুরু হয় এবং শহীদ বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে জাতীয় শোক দিবস উপলক্ষে
জয় বাংলা জয় বঙ্গবন্ধু