পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সাথে গাজীপুরস্থ সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
গতকাল রবিবার ১৪ আগষ্ট ২০২২ খ্রিঃ তারিখ দুপুর ৩ঃ০০ ঘটিকার সময় জিএমপি হেডকোয়ার্টার্সে ২য় তলায় কনফারেন্স রুমে গাজীপুরস্থ সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
গত ১৩/০৭/২০২২ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।যোগদানের অব্যবহিত পরেই পুলিশ কমিশনার মহোদয় যানজটমুক্ত নগর উপহার দেওয়ার এবং মাদক নির্মূল কে তার অন্যতম এজেন্ডা হিসেবে চিহ্নিত করেন।পুলিশ কমিশনার মহোদয় যেকোনো অপরাধজনক কার্যক্রম নিয়ন্ত্রণে ”জিরো টলারেন্স’মেনে চলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এরই ধারাবাহিকতায় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট মুক্ত এবং মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করায় যা জীবন ও জীবিকার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় স্পষ্ট নির্দেশনা অনুযায়ী সামান্য মাদক নিয়ে ধরা পড়লেও তার প্রাপ্তিস্থান সহ এর সাথে জড়িত যত সাপ্লাই চেইন রয়েছে সকলকে আইনের আওতায় পর্যায়ক্রমে আনা হচ্ছে।
পুলিশ কমিশনার মহোদয় সভায় উপস্থিত সাংবাদিকদের এক সাথে কাজ করার আহবান জানান & সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়গনসহ গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা বৃন্দ।