নারায়ণগঞ্জের তিতাস গ্যাস খেকো রফিক এর সম্পদের পাহাড় (পর্ব-১)
- আপডেট টাইম : ০৭:৫০:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ আগস্ট ২০২২
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
নারায়ণগঞ্জের তিতাস গ্যাস এর চতুর্থ শ্রেণীর কর্মচারী রফিক অবৈধ গ্যাস সংযোগ দিয়ে শত কোটি টাকার মালিক নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়।দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা দীর্ঘদিন অনুসন্ধান করে তিতাস গ্যাস খেকো রফিকের দুর্নীতির বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে। নারায়ণগঞ্জ জেলা তিতাস গ্যাস অফিসের দীর্ঘদিন চাকরি করার সুবাদে নারায়ণগঞ্জ জেলার শত শত মিল-কারখানা ও কয়েক হাজার বসতবাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা,এমনকি তিতাস গ্যাস খেকো রফিক অবৈধ সংযোগ দেওয়া বসতবাড়ি ও মিল কারখানা থেকে হালিমের ছেলের মাধ্যমে প্রতি মাসে বাড়ী প্রতি দশ হাজার টাকা ও প্রকারভেদে মিল কারখানা গুলো থেকে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা মাসিক উত্তোলন করে নিজের ব্যক্তিগত কোষাগারে জমা করেন। তিতাস গ্যাস খেকো রফিক গ্যাসের অবৈধ সংযোগ এর টাকা দিয়ে বন্দর থানা নবীগঞ্জ এলাকা একটি গোলাপি রঙের তিন তলা বাড়ি,রেলি আবাসিক এলাকার ফায়ার সার্ভিস অফিসের পিছনে এক নং গলিতে চার তলা একটি ক্রিম কালারের বাড়ি ও আমিন আবাসিক এলাকায় রয়েছে কয়েকটি প্লট ও বাড়ি। গ্যাস খেকো রফিক ২০১৪ সালে শতশত বাড়ির মালিকদের কে তিতাস গ্যাস এ-র ডিমান্ড নোট করে দেওয়ার কথা বলে প্রতিটি বাড়ির মালিকের কাছ থেকে ৪৫০০০ টাকা করে নিয়ে আত্মসাৎ করেছেন। গ্যাস খেকো রফিক এর শ্বশুরবাড়ি নবীগঞ্জে স্ত্রী ও সন্তানদের নামে গড়েছেন অঢেল সম্পদ। এই সকল দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে গ্যাস খেকো রফিকের মোবাইল ফোনে ফোন দেওয়া হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমারর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আমার কিছুই করতে পারবেন না তার চেয়ে ভালো হয় আপনার কি লাগবে বলেন,কারণ আমি তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের সবাইকে ম্যানেজ করেই অবৈধ গ্যস লাইন সংযোগ দিয়ে আসছি। গ্যাস খেকো রফিক এর অনৈতিক প্রস্তাব এ রাজি না হওয়ায় গ্যাস থাকো রফিক এই প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন আমার অবৈধ সম্পদের বিষয়ে আপনি পত্রিকায় সংবাদ প্রকাশ করলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। এইদিকে নারায়ণগঞ্জ জেলার অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী বিভিন্ন মিল কারখানা ও বাসা বাড়ির মালিকদের সাথে কথা বলে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য অবৈধ গ্যাস ব্যবহারকারীরা সবাই বলেন রফিক সাহেব হচ্ছেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন মালিক রফিক সাহেব যেকোনো মিল কারখানা ও বসতবাড়িতে টাকা দিলে তিনি যখন-তখন গ্যাস লাইন সংযোগ দিতে পারেন। (অনুসন্ধান অব্যাহত বিস্তারিত আগামী পর্বে)