ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) চট্টগ্রাম কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চোর চক্র ও ১০ ভরিস্বর্ণসহ গ্রেপ্তার, ০৬ নাসিরনগরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এর ঈদ পূর্ণমিলন ও সাংবাদিকদের মিলনমেলা বিরামপুরে ভুয়া সেনা সদস্য আটক ভাঙ্গুড়ায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩২ হাজার জরিমানা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় অবদান রেখে চলছে কোস্ট গার্ড দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেই হেরে গেল টাইগাররা

শরণখোলা ছাত্রলীগের সভাপতির বিরেুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আ.লীগ নেতার

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৪:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / ২১২ ৫০০০.০ বার পাঠক

গত ২৫/০৭/২২ ইং বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আজ সোমবার সকালে শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা এ অভিযোগ করেন।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এখন শরণখোলা নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগ। অনুপ্রবেশ করে তাঁরা দলের নেতাদের নির্যাতন করছেন। ছাত্রলীগের সভাপতি হওয়ার পর আসাদ খোন্তাকাটা ইউপিসহ উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভাড়ায় জমি দখল করছেন। আওয়ামী লীগের লোকজনকে লাঞ্ছিত করছেন, মারধর করছেন। পাশাপাশি তাঁর স্বজনদের দিয়েও নির্যাতন চালাচ্ছেন তিনি।

জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘শরণখোলা উপজেলার প্রতিটি জায়গায় তাঁরা নৈরাজ্য সৃষ্টি করেছেন। আজকে শরণখোলায় ছাত্রলীগের কাছে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার জিম্মি।’

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে খোন্তাকাটা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন সিদ্দিক গাজী বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদ বিএনপি পরিবারের সদস্য। তাঁর আত্মীয়স্বজন, বোন, ভগ্নিপতি ও ভাগনেরা বিএনপির কর্মী-সমর্থক। আসাদ হত্যাসহ একাধিক মামলার আসামি। গত শুক্র ও শনিবার তাঁর নির্দেশে নারীঘটিত একটি বিষয় নিয়ে তাঁর বোন, ভগ্নিপতি–ভাগনেরা ধানসাগর এলাকার বাবুল ও ছিদ্দিক হাওলাদারকে বেধড়ক মারধর করেন। এ সময় ঠেকাতে গেলে তাঁকেও মারধর করা হয়। আহত অবস্থায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আসাদ তাঁদের মুঠোফোনে হুমকি দেন। পরে পুলিশের সহায়তায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বিষয়টি থানা-পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ওরফে স্বপন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারসহ খোন্তাকাটা ইউপির সব ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা উদ্দেশ্যমূলকভাবে তাঁকে হেয় করতে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। তিনি ও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। চাল আত্মসাৎসহ খোন্তাকাটা ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে কথা বলায় তাঁরা তাঁকে ও ছাত্রলীগকে জড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। এ ছাড়া ওই ইউপি সদস্যের বিরুদ্ধে তাঁর ভগ্নিপতিকে উল্টো মারধরের অভিযোগ করেন তিনি।এদিকে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বিষয়টি বিস্তারিত আগামী পর্বে চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শরণখোলা ছাত্রলীগের সভাপতির বিরেুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আ.লীগ নেতার

আপডেট টাইম : ০৪:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

গত ২৫/০৭/২২ ইং বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আজ সোমবার সকালে শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা এ অভিযোগ করেন।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এখন শরণখোলা নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগ। অনুপ্রবেশ করে তাঁরা দলের নেতাদের নির্যাতন করছেন। ছাত্রলীগের সভাপতি হওয়ার পর আসাদ খোন্তাকাটা ইউপিসহ উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভাড়ায় জমি দখল করছেন। আওয়ামী লীগের লোকজনকে লাঞ্ছিত করছেন, মারধর করছেন। পাশাপাশি তাঁর স্বজনদের দিয়েও নির্যাতন চালাচ্ছেন তিনি।

জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ‘শরণখোলা উপজেলার প্রতিটি জায়গায় তাঁরা নৈরাজ্য সৃষ্টি করেছেন। আজকে শরণখোলায় ছাত্রলীগের কাছে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার জিম্মি।’

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে খোন্তাকাটা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন সিদ্দিক গাজী বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদ বিএনপি পরিবারের সদস্য। তাঁর আত্মীয়স্বজন, বোন, ভগ্নিপতি ও ভাগনেরা বিএনপির কর্মী-সমর্থক। আসাদ হত্যাসহ একাধিক মামলার আসামি। গত শুক্র ও শনিবার তাঁর নির্দেশে নারীঘটিত একটি বিষয় নিয়ে তাঁর বোন, ভগ্নিপতি–ভাগনেরা ধানসাগর এলাকার বাবুল ও ছিদ্দিক হাওলাদারকে বেধড়ক মারধর করেন। এ সময় ঠেকাতে গেলে তাঁকেও মারধর করা হয়। আহত অবস্থায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আসাদ তাঁদের মুঠোফোনে হুমকি দেন। পরে পুলিশের সহায়তায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বিষয়টি থানা-পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ওরফে স্বপন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারসহ খোন্তাকাটা ইউপির সব ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা উদ্দেশ্যমূলকভাবে তাঁকে হেয় করতে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। তিনি ও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। চাল আত্মসাৎসহ খোন্তাকাটা ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে কথা বলায় তাঁরা তাঁকে ও ছাত্রলীগকে জড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। এ ছাড়া ওই ইউপি সদস্যের বিরুদ্ধে তাঁর ভগ্নিপতিকে উল্টো মারধরের অভিযোগ করেন তিনি।এদিকে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বিষয়টি বিস্তারিত আগামী পর্বে চোখ রাখুন