সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত মাসিক মাসোহারায় চলছে হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা(পর্ব-১)
- আপডেট টাইম : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ আগস্ট ২০২২
- / ১৭০ ৫০০০.০ বার পাঠক
সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত ব্যস্ততম সড়কে মাসিক মাসোহারা দিয়ে অবৈধ ভাবে চলছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা।দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য,সাইনবোর্ড থেকে জালকুড়ি,ভুইঘড় জেলা পরিষদ চাষাড়া মোড় পর্যন্ত প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা আর মেইন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নির্বিঘ্নে চলাচল এর জন্য রয়েছে অভিনব কায়দায় চাঁদাবাজি,প্রতিটি ব্যাটারিচালিত অটোরিকশা মাসিক পনেরশো টাকার বিনিময় স্টিকার নিয়ে মেইন সড়কে নির্বিঘ্নে চলাচল করে,কোন মালিক যদি পনেরশো টাকার বিনিময় স্টিকার নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে সেই মালিকের ব্যাটারিচালিত অটোরিকশা সামনের গ্লাস ভেঙ্গে চুরমার করতে দ্বিধাবোধ করেনা চাঁদাবাজরা। প্রতিটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে মাসিক পনেরশো (১৫০০)টাকা নিয়ে চাঁদাবাজরা দুই ধরনের স্টিকার ব্যবহার করে আর এই অভিনব কায়দায় চাঁদাবাজির সিংহভাগ চলে যায় টি আই এম এ করিম এর ব্যক্তিগত কোষাগারে। এখানে উল্লেখ করা প্রয়োজন টি আই এম এ করিমের নেতৃত্বে সপ্তাহে দুই থেকে তিন দিন অভিনব কায়দায় ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন অভিনব কায়দার এই অভিযানে একেক দিন ৫০ থেকে ৬০টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে,আটক এর পরে ডাম্পিং এর কথা বলে ভয় দেখিয়ে প্রতিটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে এক হাজার (১০০০)টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়ার কারণে ডাম্পিং এর ঘর থাকে শুন্য।দীর্ঘ দিন ছদ্মবেশে অনুসন্ধান করে চাঁদাবাজির স্টিকার প্রদানকারী ও লাইনম্যান জাহাঙ্গীর এবং ব্যাটারী চালিত অটোরিকশার মালিক-চালকদের সাথে কথা বলে টি আই এম এ করিম এর অভিনব কায়দায় চাঁদাবাজি ও মাসিক মাসোহারা নেওয়ার সত্যতা পাওয়া যায়। এই সকল অভিযোগ এর বিষয়ে জানতে টি আই এম এ করিম এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পরে তিনি এই প্রতিবেদককে বলেন আমি আমি ব্যস্ত আছি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলব এ-ই বলে মোবাইল লাইন বিচ্ছিন্ন করে দেন পরবর্তীতে টি আই এম এ করিমের মোবাইল ফোনে বার,বার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি, (অনুসন্ধান অব্যাহত বিস্তারিত আগামী পর্বে)