লক্ষ্মীপুরে হিমাচল বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১
- আপডেট টাইম : ১২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ২০০ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরে ঢাকাগামী হিমাচল নামীয় যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বাদশাহ নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসে থাকা আরো ১০জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (০৩ আগস্ট) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহা সড়কের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এসময় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাদশাহ রামগতি পৌরসভার সুজন গ্রামের আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশ্যে হিমাচল নামীয় একটি বাস (ঢাকা মেট্রো-ব (১৫-২৪৪০) রামগতি থেকে ছেড়ে আসে। ঘটনার সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এসময় রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও আরো কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা হলেন, মফিজ, রাজন, মাহমুদুল হাছান, দেলোয়ার হোছেন, আদিবসহ ১০ জন।
পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।