বাগেরহাট জেলার মোংলায় সিএসএস এর এইচ আইভি এইডস প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন
- আপডেট টাইম : ০৯:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ২০৩ ৫০০০.০ বার পাঠক
সিএসএস ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের
মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করে আসছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে- চলমান ১০০
বেডের জেনারেল হাসপাতাল ও কুষ্ঠ রোগ নিরাময় প্রকল্প, তাছাড়াও প্রাথমিক
স্বাস্থ্য পরিচর্যা প্রকল্পের মাধ্যমে গ্রামের মায়েদের স্বাস্থ্য সচেতন
করে গড়ে তোলা, পল্লী স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিটি
মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, নিরাপদ মাতৃ স্বাস্থ্য
প্রকল্প, যৌন কর্মীদের পুর্নবাসন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্প
সমাপ্ত হয়েছে। এইচ আইভি/ এইডস প্রকল্পের মাধ্যমে যৌনকর্মী সহ অন্যান্য
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এইচ আইভি/ এইডস্ বিষয়ে সচেতন ও সেবাদান কার্যক্রম
সীমিত আকারে বাস্তবায়ন হচ্ছিল। এরই ধারাবাহিকতায় যৌনকর্মী ও পরিবহন
শ্রমিকদের নিরাপদ যৌনজীবন এবং এইচ আইভি/ এইডস্ প্রতিরাধ মূলক ব্যবস্থা
সম্পর্কে সচেতন করার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইনক্রিস্ড
রেজিলিয়েন্স অব পার্সন্স অ্যাটরিক্স এ্যগেনেস্ট এইচ আইভি থ্রু এডুকেশন
অ্যান্ড এলিনিমেশন অবস্টিগমা প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে।
সংস্থা: বেসরকারী উন্নয়ন সংস্থা সিএসএস
প্রকল্পের নাম: ইনক্রিস্ড রেজিলিয়েন্স অব পার্সন্স অ্যাটরিক্স
এ্যগেনেস্ট এইচ আইভি থ্রু এডুকেশন অ্যান্ড
এলিনিমেশন অবস্টিগমা
প্রকল্পের মেয়াদ : এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩
প্রকল্পের উদ্দেশ্য :
যৌনকর্মী এবং পরিবহন শ্রমিককে স্বাস্থ্যকর জীবন ধারা বিশেষ করে এইচ
আইভি/ এইডস্ এর বিরুদ্ধে প্রতিরোধ মূলক ব্যবস্থা সম্পর্কে
শিক্ষিত করে ক্ষমতায়ন করা।
সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুলিতে এসটি আই সর্ম্পকিত
পরিষেবা এবং স্ক্রিনিং সুবিধা প্রদানের জন্য অ্যাডভোকেসি কার্যক্রম
পরিচালনা করা।
এইচ আইভি/ এইডস্ সর্ম্পকিত নৈতিবাচক মানসিকতা দূরীকরণে এবং এর সাথে
বসবাসকারী জনগোষ্ঠির দৃষ্টি ভঙ্গি পরিবর্তনে সচেতনতা মূলক প্রচার
প্রচারনা চালানো।
কার্যক্রম : সচেতনতা মূলক কাজ-
যৌনকর্মী ও পরিবহন শ্রমিকদের সাথে একক ও দলীয় আলোচনা
যৌনকর্মীদের সাথে কর্মশালা
স্কুল-কলেজের ছাত্রদের সাথে আলোচনা সেশন
রক্তদাতাদের সাথে আলোচনা সেশন
বিশ্ব এইডস্ দিবস পালন
ক্যাবেল টিভি, লিফলেট, পোস্টার, র্যালি, দেয়াল লিখন, ভিডিও
ডকুমেন্টরি ইত্যাদির মাধ্যমে প্রচার
সার্ভিস ডেলিভারী:
লক্ষিত জনগোষ্ঠিকে যৌনরোগ এবং সাধারন রোগের চিকিৎসা প্রদান
যৌনকর্মীদের ফ্রি এবং পরিবহন শ্রমিকদের ৫০% মূল্যে ঔষধ প্রদান
কম মূল্যে কনডম বিতরন
উন্নত চিকিৎসার জন্য রোগী রেফার করা
সুশীল সমাজ শক্তিশালী করণ:
উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে সভা ও কার্যক্রম পরিদর্শন করানো
ধর্মীয় নেতাদের সাথে অ্যাডভোকেসি করা
পলিসি ইনফ্লুয়েন্সিং:
স্থানীয় সরকার পর্যায় লবিং ও এ্যাডভোকেসি করা
সরকারী ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ্যাডভোকেসি করা
আইন প্রয়োগকারী সংস্থার সাথে অ্যাডভোকেসি করা।