একরামুল চৌধুরীকে মাতাল বললেন কাদের মির্জা
- আপডেট টাইম : ০৪:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ৩৪০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ‘মাতাল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে ভাই আবদুল কাদের মির্জা।
শনিবার কোম্পানীগঞ্জের বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে ‘ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি’-এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এখনই একরাম চৌধুরীকে বহিষ্কার করুন: কাদের মির্জা
কাদের মির্জা বলেন,গতকাল বলেছিলাম আজকে প্রমাণ হয়েছে একরাম চৌধুরী একজন মাতাল। যে নেতা (ওবায়দুল কাদের) সারা জীবন দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আজ সেই নেতাকে নিয়ে কটূক্তি করে কুলাঙ্গার মাতাল একরাম চৌধুরী। মির্জা কাদের নয়, আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে: একরাম চৌধুরী
এছাড়া ওবায়দুল কাদেরকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শনিবার বিকেলে বসুরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এদিকে ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রবিবার নোয়াখালীর কোম্পানিগঞ্জে ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।