বরগুনার কাকচিড়ায় নারী লোভী নাসিরের লালসার শিকার স্কুল ছাত্রী
- আপডেট টাইম : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
বর্তমান সময়ে প্রায় প্রতিনিয়ত ধর্ষণের মত জঘন্য ঘটনার প্রসঙ্গ উঠে আসে খবরের শিরোনামে। যত দিন যাচ্ছে ততই কার্যত বেড়ে চলেছে এই ঘটনা।ঠিক সেরকমই এক লোমহর্ষক ঘটনা এবার সামনে এলো, জানা গিয়েছে, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের দশম শ্রেণীরএক ছাত্রীর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণ করতো প্রতিবেশী লম্পট নাসির।
কিশোরীর বাবা বলেন, আমার প্রতিবেশী মৃত মোঃ মোশারফ চৌকিদারের ছেলে মোঃ নাসির চৌকিদার দীর্ঘদিন যাবত আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় যৌন হয়রানি ও নানানভাবে কু প্রস্তাব দিয়ে আসতো।
আমার মেয়ে রাজি না হওয়ায় একদিন আমার মেয়ে গোসল করতে গেলে জামা কাপড় পরিবর্তন করার সময় নাসির তার মোবাইল ফোন দিয়ে গোপনে ভিডিও ধারণ করে।
অশ্লীল ভিডিও ছবি দেখিয়ে আমার মেয়েকে প্রায় সময়ই বিভিন্ন আবাসিক হোটেল ও আত্মীয়-স্বজনের বাসায় নিয়ে ধর্ষণ করে।
কিছুদিন আগে নাসির নিজ বাসায় তার মা ডেকে পাঠিয়েছে বলে নিজ বাসায় নিয়ে আমার কিশোরী মেয়ের নগ্ন ভিডিও মেয়েকে দেখায় আরো বলে, এই ভিডিও ভাইরাল করে দেবো বলে ভয় ভীতি দেখিয়ে আমার নাবালিকা মেয়েকে জিম্মি করে ঐদিনও ধর্ষণ করে।
আমার মেয়ে উপায়ান্ত না পেয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। এলাকায় জানাজানি হলে মোঃ নাসির চৌকিদারের প্রভাশালী চাচা সরোয়ার আমাকে খুন গুমের হুমকি দিয়ে থাকে।
বর্তমানে তিনি বরগুনা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের ট্রেইনার হিসাবে কর্মরত আছেন। এ বিষয়ে আমি উপায়ান্ত না পেয়ে গতকাল বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোহাম্মদ নাসির ও জাফর প্যাদাকে আসামি করে মামলা দায়ের করি।
উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা গণমাধ্যমে কথা না বলে জনপ্রতিনিধিদের দারস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছে।