ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঘুসের টাকা নিতে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে বৈঠক গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মৃত সন্তান প্রসবে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় শীর্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন জেলা ও ইউনিয়ন নগরজুড়ে ছোট নেতার বড় পোস্টার ডা. বোরহানে অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩ থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জয়দেবপুর বাস থেকে ফেলে যাত্রী হত্যা: চালক ও দুই সহকারীকে দিতে হবে উপযুক্ত শাস্তি

গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ১১:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / ২১৪ ৫০০০.০ বার পাঠক

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জয়দেবপুর রোড জোড়পুকুর মোড় থেকে শিববাড়ির উদ্দেশে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন মোঃ সায়েম নামের এক যাত্রী। ভাড়া নিয়ে সায়েমের সঙ্গে বাকবিতণ্ডা হয় চালকের সহকারীর সঙ্গে। হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আরও সামনে নিয়ে যায়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেন।?
গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডার কারণে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাসচালকের সহকারী হিরা মিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার বিকেলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক বেগম লাবনী আক্তার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘাতক বাসচালক শফিকুল ইসলাম ও চালকের সহকারী হিরা মিয়াকে আদালতে হাজির করেন। ওই সময় আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এসআই সাইদুর বলেন, ‘আদালতে হাজির করার পর চালকের সহকারী হিরা মিয়া স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে বিচারক তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। বাসচালকের রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড দেন।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জোড়পুকুর পাড় মোড় থেকে শিববাড়ির উদ্দেশে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন সায়েম নামের এক যাত্রী। ভাড়া নিয়ে সায়েমের সঙ্গে বাকবিতণ্ডা হয় চালকের সহকারীর সঙ্গে। হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আরও সামনে নিয়ে যায়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেন।

‘ওই সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়েম। পরে পুলিশ বাসটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। নিহতের পিতা আবু সাঈদ বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা করেন।’

এসআই সাইদুর আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে বাসটি চালাচ্ছিলেন। এ ছাড়া বাসের রুট পারমিটও ছিল না।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জয়দেবপুর বাস থেকে ফেলে যাত্রী হত্যা: চালক ও দুই সহকারীকে দিতে হবে উপযুক্ত শাস্তি

আপডেট টাইম : ১১:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জয়দেবপুর রোড জোড়পুকুর মোড় থেকে শিববাড়ির উদ্দেশে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন মোঃ সায়েম নামের এক যাত্রী। ভাড়া নিয়ে সায়েমের সঙ্গে বাকবিতণ্ডা হয় চালকের সহকারীর সঙ্গে। হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আরও সামনে নিয়ে যায়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেন।?
গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডার কারণে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাসচালকের সহকারী হিরা মিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার বিকেলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক বেগম লাবনী আক্তার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘাতক বাসচালক শফিকুল ইসলাম ও চালকের সহকারী হিরা মিয়াকে আদালতে হাজির করেন। ওই সময় আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এসআই সাইদুর বলেন, ‘আদালতে হাজির করার পর চালকের সহকারী হিরা মিয়া স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে বিচারক তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। বাসচালকের রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড দেন।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জোড়পুকুর পাড় মোড় থেকে শিববাড়ির উদ্দেশে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন সায়েম নামের এক যাত্রী। ভাড়া নিয়ে সায়েমের সঙ্গে বাকবিতণ্ডা হয় চালকের সহকারীর সঙ্গে। হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আরও সামনে নিয়ে যায়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেন।

‘ওই সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়েম। পরে পুলিশ বাসটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। নিহতের পিতা আবু সাঈদ বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা করেন।’

এসআই সাইদুর আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে বাসটি চালাচ্ছিলেন। এ ছাড়া বাসের রুট পারমিটও ছিল না।