জয়দেবপুর বাস থেকে ফেলে যাত্রী হত্যা: চালক ও দুই সহকারীকে দিতে হবে উপযুক্ত শাস্তি
- আপডেট টাইম : ১১:৪৯:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৮৫ ৫০০০.০ বার পাঠক
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জয়দেবপুর রোড জোড়পুকুর মোড় থেকে শিববাড়ির উদ্দেশে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন মোঃ সায়েম নামের এক যাত্রী। ভাড়া নিয়ে সায়েমের সঙ্গে বাকবিতণ্ডা হয় চালকের সহকারীর সঙ্গে। হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আরও সামনে নিয়ে যায়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেন।?
গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডার কারণে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাসচালকের সহকারী হিরা মিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার বিকেলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বিচারক বেগম লাবনী আক্তার তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘাতক বাসচালক শফিকুল ইসলাম ও চালকের সহকারী হিরা মিয়াকে আদালতে হাজির করেন। ওই সময় আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এসআই সাইদুর বলেন, ‘আদালতে হাজির করার পর চালকের সহকারী হিরা মিয়া স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে বিচারক তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। বাসচালকের রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড দেন।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জোড়পুকুর পাড় মোড় থেকে শিববাড়ির উদ্দেশে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন সায়েম নামের এক যাত্রী। ভাড়া নিয়ে সায়েমের সঙ্গে বাকবিতণ্ডা হয় চালকের সহকারীর সঙ্গে। হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে আরও সামনে নিয়ে যায়। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে পৌঁছে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেন।
‘ওই সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়েম। পরে পুলিশ বাসটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। নিহতের পিতা আবু সাঈদ বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা করেন।’
এসআই সাইদুর আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে বাসটি চালাচ্ছিলেন। এ ছাড়া বাসের রুট পারমিটও ছিল না।