ফেসবুকে পোস্ট দেখে ক্যান্সার আক্রান্ত রুগীকে রক্ত দান করলেন এমপি তুহিন

- আপডেট টাইম : ০৯:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ২৪৫ ১৫০০০.০ বার পাঠক
পারভীন আক্তার নামের ক্যান্সার আক্রান্ত এক রুগীকে রক্ত দিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।গতকাল মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারের জরুরী বি পজিটিভ রক্ত লাগবে মর্মে সামাজিক মাধ্যমে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস প্রদান করা হয়। স্ট্যাটাসটি এমপি তুহিনের দৃষ্টি আকর্ষণ হলে উক্ত পোস্টে নিজেই রক্ত দিবেন বলে মন্তব্য করে জানিয়ে দেন কখন, কোথায় গিয়ে রক্ত দিতে হবে।
পরে আজ বুধবার (১৩ জুলাই) দুপুর ১২ ঘটিকার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে এসে উপস্থিত হয়ে রক্ত প্রদান করেন। এ সময় জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম, এমটি ল্যাব মোঃ আলামিন, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান, এসআইটি সোহাগ আকন্দ, সাংবাদিক আলম ফরাজি ও ফাহিমদ আহমেদ উপস্থিত ছিলেন।
পরে রক্তগ্রহিতা ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তারকে দেখতে যান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ৫ বছর যাবত ক্যান্সারে আক্রান্ত। তিনি নিজের জন্য এমপি তুহিনের রক্ত দান করতে দেখে কৃতজ্ঞতা স্বীকার করেন।