কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন
- আপডেট টাইম : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটি করপোরেশন কাশিমপুর মেট্রো থানার ৫ নং ওয়ার্ডের সরুপাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরুদ্ধের জের ধরে ছোট ভাইয়ের হাতে আপন সহোদর বড়ভাই নির্মম ভাবে খুন হয়েছে।
মঙ্গলবার ১২ জুলাই সকাল ১০ টার কাশিমপুর এলাকার সরুপাইতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন দিদার আলীর বড়ছেলে আলীমুদ্দিন (৫৫)কে ছুরিকাঘাতে নির্মম ভাবে খুন করে ছোটভাই আজগর(৪৫) ও পার্শ্ববর্তী শফিজুদ্দিন এর ছেলে ডেকোরেটর ব্যবসায়ী সালাউদ্দিন( ৪০)।
সরজমিনে গিয়ে জানা যায় যে, জমি বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বড়ভাই আলীমুদ্দিন এর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে ছোটভাই আজগর কোমরে থাকা ছুরি দিয়ে বড়ভাইকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় বড়ভাই আলীমুদ্দিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী নারী শিশু কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এসময় মৃত আলীমুদ্দিনের ছেলে হাসমত আলী বলেন, আমার চাচা জমি আজগর আলী জমি বিক্রয় করবে। সেই জমি আমার চাচাতো ভাই কিনবে বলে সম্মতি দেয়। পরবর্তীতে সালাউদ্দিন আমার চাচা আজগর আলীকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে সেই জমি সালাউদ্দিন এর কাছে বিক্রয় করা হবে বলে জানান। কিন্তু আমার বাবা বাধা দেওয়ার সালাউদ্দিন এর সহযোগিতায় আমরা চাচা আজগর আলী আমার বাবাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে নারী শিশু কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি এবং আমার পরিবার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এই ঘটনায় কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা ও কাশিমপুর কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।