পাথরঘাটায় আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- আপডেট টাইম : ১১:৫৫:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযান ২০২২ এর অংশ হিসেবে পাথরঘাটা উপজেলা আনসার-ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার(৬ জুলাই ) সকাল ৯ টার দিকে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয় এবং র্যালী শেষে উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ চন্দ্র মহেশ, পাথরঘাটা পৌর ওয়ার্ড দলপতি/দলনেত্রী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলপতি, আনসার কোম্পানি কমান্ডার, প্লাটুন কমান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দেশের সার্বিক জলবায়ু রক্ষা পরিবেশ সংরক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি পালিত হচ্ছে। ফলজ বনজ ও ঔষধীসহ তিন ধরনের গাছের চারা রোপন করা হয়।