নান্দাইলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

- আপডেট টাইম : ০৩:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের নান্দাইলে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মনির মিয়া (৩০) নামে এক ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মনির মিয়া উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের সাহেদ আলীর ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার (৫ জুলাই) কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে ঢালাইয়ের কাজ করতে গিয়ে সকাল ১১টার দিকে একটি মর্টারের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তবে হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মারা গিয়েছে।