বাগদাদে আত্মঘাতী হামলা নিহতের সংখ্যা বেড়ে ৩২
- আপডেট টাইম : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে বৃহস্পতিবারের জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ১১০ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশটির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে। ২০১৮ সালের পর এটিই বাগদাদে প্রথম কোনও বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে ইরাকে মাঝেমধ্যেই ছোটখাটো হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী আইএস।
ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা চ্যালেজ্ঞ জানালে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইরাকে নিয়মিতভাবে মার্কিন উপস্থিতিতে রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটলেও বাগদাদের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা কমে আসে। এরমধ্যেই বৃহস্পতিবারের এই ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।