আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৭:৩৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৯৩ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে নবাগত অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছে আত্রাই উপজেলা প্রেসক্লাব। বুধবার সন্ধ্যায় থানা অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, (ওসি তদন্ত) মোঃ লুৎফর রহমান, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ কাজী রহমান, কোষাধ্যক্ষ মোঃ সামসুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক ফরহাদ মিয়া রকি , সদস্য মোহাম্মদ জামিল ও শাহাদুল ইসলাম (বাবু) উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত (ওসি) বলেন, সাংবাদিক জাতির বিবেক তাই সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমার সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে আত্রাই উপজেলায় যে শান্তির সুবাতাস বইছে তার ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে আত্রাই উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।