ফুলবাড়ীতে নারী সহিংসতা বন্ধে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:২৬:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৯১ ৫০০০.০ বার পাঠক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী সহিংসতা বন্ধে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৮ জুন) সকাল ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খাদ্য গোডাউন মোড়ে উদাঙ্কুর সেবা সংস্থা (ইউ এসএস) অফিসে আলোচনা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লুৎফর রহমান রাফিন,প্রজেক্ট অফিসার উদাঙ্কুর সেবা সংস্থা (ইউ এসএস),ফুলবাড়ী, বিমর্ষ চন্দ্র রায়, স্পঞ্চার উদাঙ্কুর সেবা সংস্থা (ইউ এসএস),ফুলবাড়ী। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), সহ-সভাপতি নিরিক্ষণ কমিটি উদয়ঙ্কুর (ইউএসএস) সেবা সংস্থা, ফুলবাড়ীসহ একশন এইড এ-র সকল সদস্য বৃন্দ।
আলোচনা সভার সহযোগিতায় একশন এইডবাংলাদেশ,ফুলবাড়ী শাখা।
আলোচনা সভায় কিকি কাজ বা উপায়ে নারী সহিংসতা প্রতিরোধ করা সম্ভব এবিষয়ে দুইটা গ্রুপের মধ্যে বিষয় ভিত্তিক কারণ গুলো লিখিত ভাবে তুলে ধরেন। বিশেষ করে নারী নির্যাতনের মাত্রা এত বেড়ে চলছে যে, ইভটিজিং,নির্যাতন, নিপিরন এ বৈষম্য গুলো তুলে ধরা প্রয়োজন। এদিকে বিরামহীনভাবে চলছে ধর্ষণ। একের পর লোমহর্ষক খবর সবাইকে অস্থির করে দিচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি মাদরাসায়ও ধর্ষণসহ নানা কায়দায় চলছে নারী নির্যাতন। যেকোনো মূল্যে এ অবস্থা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে জাতিকে।