নান্দাইলে প্রতিবন্ধি নজরুলকে হুইলচেয়ার উপহার
- আপডেট টাইম : ০৭:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৭৮ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামের প্রতিবন্ধী মো. নজরুল ইসলাম (৫০) একটি হুইল চেয়ারের জন্য মানবেতর জীবনযাপন করছিল। নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন সাংবাদিক মোঃ ফরিদ মিয়া, সদস্য ও সাংবাদিক মো. আজিজুল হক গ্রামে যাবার পর তার দৃষ্টিতে প্রতিবন্ধীর নজরুল ইসলামের বিষয়টি ধরাপড়ে। সাংবাদিক ফরিদ মিয়া তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন জানালে ঢাকায় অবস্থানরত মানব দরদী ইঞ্জিনিয়ার তৌকির হাসান টিপু ফোন করে তিনি একটি হুইল চেয়ার দিবেন বলে জানান লেখক কলামিষ্ট সাইদুর রহমানকে জানান।
শনিবার (২৫ জুন) নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ঝালুয়া বাজার হেমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে প্রতিবন্ধি নজরুল ইসলাম, তার স্ত্রী সহ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল হেলিমের উপস্থিতিতে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মানবাধিকার সংগঠন লেখক কলামিস্ট সাইদুর রহমান, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এ হান্নান আল আজাদ, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক ফরিদ মিয়া ও আজিজুল হক। হুইল চেয়ার পেয়ে নজরুল ইসলাম দাতা টিপু সহ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞা প্রকাশ করেন।