হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ
- আপডেট টাইম : ০৪:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি।
বরগুনার পাথরঘাটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং তাদের মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দালের কুরুচিপূর্ণ ও বেয়াদবিমূলক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছারছীনা পীর কর্তৃক পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জামইয়াতে হিজবুল্লাহ পাথরঘাটা। এতে উপজেলা হাজারো ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।
সোমবার আছরের নামাজের পর পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে সংক্ষিপ্ত পথসভায় বিজেপি নেতাদের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি কাজী মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক সেলিম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, পৌর সভাপতি আবু ছালেহ নেছারী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাহাদাত হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশ সরকারকে ভারতের বিজেপি নেতাদের এরুপ ধৃষ্টতামুলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতি তীব্র ঘৃণা, প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান জানান।