খুলনার-এক নং জলমা ইউনিয়নে চলছে-মাদক বানিজ্য
- আপডেট টাইম : ০৩:৫৪:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১১ জুন ২০২২
- / ২৫৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ অনুসন্ধান রিপোর্ট।।
বাংলাদেশের খুলনা জেলার-এক নং জলমা ইউনিয়নে চলছে-মাদক এর রমরমা বানিজ্য-সূএ তথ্য মতে জানান।সূএ আরো জানান-উক্ত ইউনিয়নের-শাচীবুনিয়া(স্কুল ভিটা),চর হাসনাবাদ- এলাকায়-মাদক বানিজ্য বেশী পরিচালিত হচ্ছে।
গাঁজা,মদ,ইয়াবা,ফেন্সিডিল,স্কাপ,ইনজেকশন সহ-অন্যান্য মাদক বিক্রি হচ্ছে-ওপেনে।মাদক বিক্রেতারা-উক্ত ইউনিয়নের সব কয়টি গ্রাম সহ-বিশ্ববিদ্যালয় এলাকায়-মাদক বিক্রি করছে।এলাকার লোকজনের দেয়া তথ্য মতে-মাদক বিক্রেতা-রাহেলা ও তাঁর দুই ছেলে উক্ত এলাকায় মাদক বিক্রি পরিচালনা করছে।আনুমানিক দশ বছর যাবত-তাঁরা উক্ত এলাকায় মাদক বিক্রির কাজ পরিচালনা করছে।এ থেকে এলাকা বাসী নিস্তার চায়।উক্ত মাদক বিক্রেতাদের-আইনের আওতায় এনে-শাস্তি প্রদান করে-এক নং জলমা ইউনিয়নে-সুস্হ সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান-খুলনার সুশীল সমাজ-খুলনার প্রশাসনের প্রতি।