আশুলিয়ায় জমে উঠেছে হযরত কুযরত দেওয়ান শাহ চিশতীর ওরস শরিফ
- আপডেট টাইম : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে প্রতি বছরের ন্যায় এবারো ওরস শরিফ এর উদ্বোধন করলেন,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম গোলাপদী,উপস্থিত ভক্তবৃন্দরা বলেন আমাদের পূর্ব পুরুষেরা হযরত কুযরত দেওয়ান শাহ চিশতীর ওরস শরিফ পালন করে আসছেন দির্ঘ প্রায় ১৪৫ বছর ধরে,আমরা শত শত দেঘ খিচুড়ি রান্না করে ওরস শরিফে আসা ভক্তকুল ও সাধারণ জনতাদের আপ্পায়ন করে থাকি,এখানে মিলাদ দোয়া নাতে রাসুল,কবিগান ও বিভিন্ন প্রকার দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এক সপ্তাহের এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানের শোভা সৈন্দর্য সার্বিক বিষয়ে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন,আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করপন,এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা সকল বিষয়ে সহযোগিতা করেন,সব মিলিয়ে চমৎকার ভাবে শান্তি পূর্ন ভাবে পালিত হয় ওরস শরিফ,সকলের নিকট দোয়া ও শুভকামনা জানাই আমাদের জন্য দোয়া করবেন,হযরত কুযরত দেওয়ান শাহ চিশতী আঃ সাঃ এর জন্য দোয়া করবেন।