বরিশাল মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
- আপডেট টাইম : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ২৩০ ৫০০০.০ বার পাঠক
মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার: মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সেকান্দর আলী জাফর এর রহমানহাট বাজারে নির্মিত নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) ভোর ৫ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সেকান্দর আলী জাফর। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাজিরহাট থানার মকবুলহাট পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সেকান্দর আলী জাফর বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা একটি নৌকা প্রতীকে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, প্রতিপক্ষরা শুধু আমার নির্বাচনী ক্যাম্প নয় নির্বচনী ক্যাম্প সংলগ্ন পুরো বাজার প্ুিড়য়ে দেয়ার জন্য অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঘটনাস্থল পরিদর্শনকারী কাজিরহাট থানার মকবুলহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রব বলেন, ফজরের নামাজের পর কে বা কারা যেন রহমানহাট বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেন।
পরে স্থানীয়রা পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের মালামালের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী মোঃ সেকান্দর আলী জাফর অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, আগামী ১৫ই জুন মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যান্দপুর, লতা, আন্ধারমানিক, চরএকরিয়া, জয়নগর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।