মেহেন্দিগন্জে চেয়ারম্যান প্রার্থী সহ ৫জন কে আ’লীগ থেকে অব্যাহিত।
- আপডেট টাইম : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার।। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ১৫ই জুন অনুষ্ঠিতব্য ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় আবুল হোসেন আখন সহ ৫জনকে দলীয় সকল সদস্য পদ ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০/০৬/২০২২) ইং তারিখ সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছালাম কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশগ্রহণ এবং দলীয় নৌকা প্রতীককে অবমাননা ও নির্বাচনী প্রচারে নৌকার বিরুদ্ধে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এরূপ বিতর্কিত কর্মকান্ডের জন্য ৩নং চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাহের হাওলাদার, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল হোসেন আখন, সাধারন সম্পাদক ছত্তার বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের সদস্য ইউনুছ খান (নয়া) ও সদস্য মানিক পালোয়ান-কে চরএককরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল সদস্য পদ ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।