নাসিরনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ডিশ ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট টাইম : ০১:২৭:১৫ অপরাহ্ণ, বুধবার, ৮ জুন ২০২২
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ওই ইউনিয়নের নুরপুর দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মোল্লা নুরপুর সড়ক বাজারে একটি দোকান ছিলো। সে ভাগিনার সাথে ডিশ ব্যবসার সাথে জড়িত। সে ওই গ্রামের মোল্লাবাড়ির মৃত জনাব আলীর ছেলে।
গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মোঃ এম এ কাশেম জানান, বুধবার দুপুর ১২ ঘটিকার দিকে নিহত রফিক মোল্লা ডিশ লাইন মেরামত করতে গিয়ে তার গুছিয়ে নেওয়ার সময় বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
রফিক মোল্লা এর আগে মালদ্বীপ প্রবাসী ছিলেন।
নুরপুর সড়ক তার ব্যবসায়িক দোকানঘর ছিলো । এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি খান মো. হাবিবুল্লাহ সরকার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।