বরগুনা পাথরঘাটায় ছেলের হাতে বাবা খুন
- আপডেট টাইম : ০৯:৩৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
নুর এ আলম, পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর ০৩নং ওয়ার্ডর নিজ বসতঘরে ছেলের হাতে বাবা খুন হয়।
ঘটনা ঘটে আজ ০৭/০৬/২০২২ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময়।
পারিবারীক কলহের জেরে (ছেলের বিবাহ পিতা রাজি না থাকা)ছেলে কর্তৃক পিতাকে আঘাত করে হত্যা ঘটনার মূল কারনঃ পাথরঘাটা থানাধীন সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর ০৩নং ওয়ার্ড নিবাসী , মৃতঃ গোপাল শীল এর ছেলে নিরঞ্জন শিল(৫৬) এর ছেলে নেপাল চন্দ্র শীল(২৫) এর সহিত অদ্য সকাল ১০.০০ ঘটিকার সময় নিজ ঘরে বসে পারিবারীক কলহের সময় কথা কাটকাটির এক পর্যায়ে ঘরেতে রাখা কাঠের মাঠাম দিয়ে স্বজোরে মাথায় আঘাত করিলে গুরুতর অসুস্থ হয়ে পরে। পরবরাতীতে ভিকটিম এর স্ত্রী রাধা রানি ও তার মেয়ে জোতিকা রানি ঘটনা দেখে চিৎকার দিলে প্বার্শবর্তী লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম নিরঞ্জন শীলকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম বরিশাল রেফার করেন, এ্যাম্বুলেন্স যোগে বরিশাল নেওয়ার পথে ভিকটিম মারা যায়। লাশ বর্তমানে থানা হেফাজতে আছে। এলাকার লোকজনেরা ভিকটিম এর ছেলে নেপাল’কে ঘরে আটকিয়ে রাখে থানা পুলিশকে খবর দিলে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শহিদুল শেখ সহ সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে রাখা অভিযুক্ত নেপালকে হেফাজতে নেয়। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকার ও প্বার্শবর্তী লোকের ভাষ্যমতে এবং প্রথমিকভাবে অভিযুক্ত নেপাল সামান্য মানসিক ভারসম্যহিন বলিয়া প্রতিয়মান হয়।