মোংলা পৌর শহরের এক বসত ঘরে আগুন
- আপডেট টাইম : ০৯:০৬:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৯৯ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা :
মোংলা পৌর শহরের ৩নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন সড়কে সকাল আনুমানিক ১১ঃ৩০ মিঃ একটি বসত ঘরে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে, রান্না ঘরের কাঠ থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
বাড়ির মালিক আলী আহম্মদ( তুষার সু স্টোরের মালিক) জানান, ঘটনার সময় আমি দোকানে ছিলাম, বাসা থেকে আমাকে ফোন করে আগুনের ঘটনা জানালে দ্রুত ছুটে আসি,
ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হই। রান্না ঘরের কাঠের চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে আমি বলতে পারছিনা।
মোংলা পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন বলেন, আমি নিজের ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলাম এমন সময় মানুষের চিৎকার চেচামেচি শুনে দৌড়ে গিয়ে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের ফোন দেই, এবং স্থানীয় জনগনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।
মোংলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মজিবর হোসেন জানান, আগুন লাগার খবর শুনে আমরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি রান্না ঘরের কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।