নিরাপদ মাংস ও দুগ্ধজাত বাজার টিকাদান ক্যাম্পেইন ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে সন্ন্যাস বাড়ি গ্রামে
- আপডেট টাইম : ০৫:৩২:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁর আত্রাইয়ে নিরাপদ মাংস ও দুগ্ধজাত বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় টিকাদান ক্যাম্পেইন ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে সন্ন্যাস বাড়ি গ্রামে। বাস্তবায়নে দাবি মৌলিক উন্নয়ন সংস্থাএ ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট মো: সাজেদুর রহমান জানান দাবি সংস্থা থেকে আমরা এ টিকা দিয়ে থাকি ও ভেটেনারি ডাক্তার দের প্রশিক্ষক দিয়ে তা খামারে গিয়ে আমরা ভ্যাকসিন দিয়ে থাকে।ডাক্তার মো:ফাইসাল জানানএ ভ্যাকসিনের উপকারিতা হলো কাফনেতে জ্বর আসে খোড়া রোগ থেকে রক্ষা পাবেএ টিকা মূলতো বাহিরে পাওয়া যায় না তিনি আরো জানান এ ভ্যাকসিনের মূল্য ধরা হয়েছে প্রতি গরুর ২০টাকা প্রতি ছাগল ১০ টাকা করে নিয়ে আমরা টিকা দিচ্ছি।এলাকা বাসী অনেকেই গরু,ছাগল নিয়ে এসে টিকা দিয়ে যাচ্ছে এলাকা বাসী জানান যে মানুষের যেমন টিকার প্রয়োজন হয় তেমনী পশুর ও টিকা দিচ্ছি আমাদের পশু যাতে সুস্থ থাকে।