কুমিল্লা জেলায় ম্যাজিস্ট্রেটের অভিযান সত্ত্বেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
- আপডেট টাইম : ০৬:৫০:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ২২২ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিবেদক।।দেশের কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বাজারে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান চলছে।তারই ধারাবাহিকতায়-কুমিল্লা সদর উপজেলার কোতয়ালী থানাধীন ৩নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন এর অন্তর্ভুক্ত-খেতাসার গ্রামের খেতাসার চৌমুহনীতে -গত-১৮/০৫/২০২২ইংরেজি তারিখে-জেলা পুলিশের নেতৃত্বে অপ ব্যবসায়ী রোধে-অভিযান চালান-ম্যাজিস্ট্রেটের দল ।অভিযানে সয়াবিন তেলের দাম বেশি রাখাতে কাস্টমার হতে-জরিমানা করা হয়-দুই দোকানদারকে। কারন-১৫২ টাকার সয়াবিন তেল ২২০ টাকায় বিক্রি করছিল দোকানদাররা।পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের দল-উপস্থিত থেকে সয়াবিন তেল ২২০ টাকা লিটার দরে বিক্রি করেন ক্রেতাদের কাছে। এতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যবোধ করেন-তথ্য মতে জানা যায় ।পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের দল অভিযান শেষ করে ফিরে গেলে-সয়াবিন তেলের দাম আবারও বৃদ্ধি করা হয়।বর্তমানে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে ২২০ টাকা দরে প্রতি লিটার আবারো বাজারে বিক্রি করিতেছে। যা সম্পূর্ণ বেআইনী। এতে আবারো জনমনে ক্ষোভ প্রকাশ দেখা যাচ্ছে-কেন তারা ম্যাজিস্ট্রেটের আইন অমান্য করে আবারও বাজারের সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে-অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।এ থেকে নিস্তার চায় পণ্যের ক্রেতারা ও এলাকাবাসী ।