ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার তৈরি করায় অতিষ্ঠ এলাকাবাসী দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন কোস্ট গার্ডের অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটকসহ জিম্মি থাকা দুই জেলে উদ্ধার ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

চোখ সাজাতে কাজল

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ৩৫০ ৫০০০.০ বার পাঠক

লাইফ-স্টাইল প্রতিনিধি।।

মেয়েদের কাছে অত্যন্ত দামী একটি জিনিস হলো কাজল। মেকআপ করুক বা না করুক, কাজল ছাড়া নারী কল্পনাই করা যায়না। খুব কম মেয়েই আছে যারা ঘর থেকে বের হোন চোখে কাজল না দিয়েই। কিন্তু প্রায়ই চোখে কাজল লাগাতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই পাণ্ডার মতো চোখ হয়ে যায়। চোখের আশেপাশে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পরে কাজল।

Nogod

তাই চোখ সুন্দরের পরিবর্তে আজব দেখায়। এমন অবস্থায় পাণ্ডাদের মতো চোখ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে তবেই চোখে কাজল লাগাতে হবে।

– ত্বক তৈলাক্ত হলে কাজল সারাদিন ঠিক থাকলেও দিন শেষে পাণ্ডার মতোই হয়ে যায়। তাই কাজল লাগানোর আগে অবশ্যই মুখের তৈলাক্ত ভাব খুব ভালো করে দূর করে নিতে হবে। তার জন্য বাজারে বিভিন্ন ধরনের তেল অপসারণকারী ফেস ওয়াশ পাওয়া যায়। তবে ফেস ওয়াশ থেকে স্ক্রাব খুব ভালো কাজ করে তৈলাক্ত ভাব দূর করতে।

Ad by Valueimpression

– চোখের ওপরে কাজল ছড়ালে বোঝা না যাওয়ার জন্য আইশ্যাডো লাগিয়ে নেওয়া যেতে পারে।

– পেন্সিল টাইপের কাজল ছড়ায় বেশি পরিমাণে, ভালো হয় তরল/লিকুইড কাজল ব্যবহার করলে। লিকুইড কাজল একবারেই স্থায়িত্ব পেয়ে যায়। তাই ছড়ানোর প্রবণতা তুলনামূলকভাবে কম।

– কখনোই চোখের ভেতরের কোণে কাজল লাগানো যাবে না। কারণ চোখের ভেতরের কোণের অংশ অনেক বেশি ভেজা থাকে, তাই কাজল খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে।

– কাজল লাগানোর পরে চোখের আশেপাশের স্থানে পাউডার দিয়ে নিতে হবে। পাউডার লাগানো হলে ত্বক একটুও তৈলাক্ত হলে সেটা শুকিয়ে যাবে।

– কাজল অবশ্যই ভালো মানের হতে হবে। কখনোই খারাপ কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। কাজল খারাপ মানের হলে অনেক সময় গুড়ো গুড়ো হয়ে চোখের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যা পুরো মুখকেই খারাপ করে দেয়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চোখ সাজাতে কাজল

আপডেট টাইম : ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

লাইফ-স্টাইল প্রতিনিধি।।

মেয়েদের কাছে অত্যন্ত দামী একটি জিনিস হলো কাজল। মেকআপ করুক বা না করুক, কাজল ছাড়া নারী কল্পনাই করা যায়না। খুব কম মেয়েই আছে যারা ঘর থেকে বের হোন চোখে কাজল না দিয়েই। কিন্তু প্রায়ই চোখে কাজল লাগাতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই পাণ্ডার মতো চোখ হয়ে যায়। চোখের আশেপাশে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পরে কাজল।

Nogod

তাই চোখ সুন্দরের পরিবর্তে আজব দেখায়। এমন অবস্থায় পাণ্ডাদের মতো চোখ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে তবেই চোখে কাজল লাগাতে হবে।

– ত্বক তৈলাক্ত হলে কাজল সারাদিন ঠিক থাকলেও দিন শেষে পাণ্ডার মতোই হয়ে যায়। তাই কাজল লাগানোর আগে অবশ্যই মুখের তৈলাক্ত ভাব খুব ভালো করে দূর করে নিতে হবে। তার জন্য বাজারে বিভিন্ন ধরনের তেল অপসারণকারী ফেস ওয়াশ পাওয়া যায়। তবে ফেস ওয়াশ থেকে স্ক্রাব খুব ভালো কাজ করে তৈলাক্ত ভাব দূর করতে।

Ad by Valueimpression

– চোখের ওপরে কাজল ছড়ালে বোঝা না যাওয়ার জন্য আইশ্যাডো লাগিয়ে নেওয়া যেতে পারে।

– পেন্সিল টাইপের কাজল ছড়ায় বেশি পরিমাণে, ভালো হয় তরল/লিকুইড কাজল ব্যবহার করলে। লিকুইড কাজল একবারেই স্থায়িত্ব পেয়ে যায়। তাই ছড়ানোর প্রবণতা তুলনামূলকভাবে কম।

– কখনোই চোখের ভেতরের কোণে কাজল লাগানো যাবে না। কারণ চোখের ভেতরের কোণের অংশ অনেক বেশি ভেজা থাকে, তাই কাজল খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে।

– কাজল লাগানোর পরে চোখের আশেপাশের স্থানে পাউডার দিয়ে নিতে হবে। পাউডার লাগানো হলে ত্বক একটুও তৈলাক্ত হলে সেটা শুকিয়ে যাবে।

– কাজল অবশ্যই ভালো মানের হতে হবে। কখনোই খারাপ কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। কাজল খারাপ মানের হলে অনেক সময় গুড়ো গুড়ো হয়ে চোখের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যা পুরো মুখকেই খারাপ করে দেয়।