সোনারগাঁও পৌরসভার হাতকোপা গ্রামে রাস্তা কেটে দেয়াল নির্মাণের অভিযোগ

- আপডেট টাইম : ০২:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ২৯৬ ১৫০০০.০ বার পাঠক
আনিছুর রহমানঃ ১৯শে মে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ পৌরসভা হাতকোপা, অনন্তমোছা গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা কেটে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা করছেন মৃত কিরণ মিয়ার মেয়ে অনন্যা হোসেন মৌসুমী।
অভিযোগের ভিক্তিতে মৌসুমী বলেন রাস্তা তার দখলে আছে বলে দাবী করে রাস্তাটি প্রায় ছয় থেকে আট ইঞ্চি কেটে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা করেছেন। এতে অত্র এলাকার বাসিন্দা আবু জাহের মোল্লা রাস্তাটি মেরামত করার জন্য পৌরসভার কাজ থেকে একটি টেন্ডার পাস করেন তপন কমিশনার এর মাধ্যমে।তপন কমিশনার রাস্তাটি পাকা করার জন্য ১০ফিট চওড়া করে টেন্ডার পাস করেন। এই টেন্ডার পাশ করা হয় প্রায় ৪থেকে ৫মাস আগে।সেই জন্য আবু জাহের মোল্লা রাস্তাটির প্রসস্ত ঠিক রাখার জন্য অন্যনা হোসেন মৌসুমীকে দেওয়াল নির্মাণে বাঁধা দেন।
এতে এলাকার সর্বস্তরের জনগণ দাবী করেন আমাদের এই রাস্তা দিয়ে মসজিদে,কবর স্থানে,ঈদগাহ ময়দানে যেতে হয় বলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জোহরের নামাজ শেষে একত্রিত হয়ে রাস্তাটি প্রসস্ত করার দাবি জানান এবং দেয়াল না করার জন্য দাবি করেন।
এ নিয়ে আবু জাহের মোল্লা ও অন্যন্যা হোসেন মৌসুমী উভয় পক্ষের মধ্যে উক্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর কাছে উভয় পক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিক্তিতে ইউ এন ও তাৎক্ষণিক পৌরসভার প্রকৌশলী রিয়াদ মোর্শেদ ও ভূমি অফিসের দুইজন কর্মকর্তাকে পাঠিয়ে উক্ত অভিযোগের সত্যতা নিশ্চত করেন।
এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজিকভাবে সমাধানের চেষ্টা করলে তার ব্যর্থ হলে প্রশাসনের সহযোগিতা কামনা করে সুষ্টু সমাধানের অনোরোধ জানিয়েছেন।