সংবাদ শিরোনাম ::
মহিপুরে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৪:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ২২৫ ১৫০০০.০ বার পাঠক
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে সুফিয়া বেগম (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলের দিকে মহিপুর থানা সদর ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় মহিপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত সুফিয়া বেগম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী। এ দম্পত্তির ঘরে ৬ বছর বয়সী তাসিন ও ৪ মাস বয়সী ইয়াসিন নামে দু’টি পুত্র সন্তান রয়েছে।
মৃতের পিতা আবদুস সোবাহান হাওলাদার বলেন, খবর পেয়ে আমি মেয়ের শ্বশুর বাড়িতে এসেছি। এসে জানতে পারি দুপুরে আমার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসময় আমার মেয়ের স্বামী বাড়িতে ছিলো। তিনিই ঝুলন্ত অবস্থায় সুফিয়াকে উদ্ধার করেছে। তবে কি কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে তিনি বলতে পারেননি।
এবিষয়ে মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে আইন অনযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরো খবর.......