ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

বিলুপ্তির পথে জনপ্রিয় বুনোফল ‘কাঁটাবহরী’

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ৭৮২ ৫০০০.০ বার পাঠক

মাইনুদ্দিন আল আতিক।।

দক্ষিণাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় একটি বুনোফল ‘কাঁটাবহরী’। এক সময়ে গ্রামগঞ্জের বন-জঙ্গলে বা ঝোপঝাড়ের পাশে এ ফলের গাছ হরহামেশাই দেখা যেতো। এখন আর আগের মতো চোখে পরে না। গভীর জঙ্গলে খুঁজলে দু-একটি গাছের দেখা মেলে। এ গাছ ঝোপালো এবং শাখা কাঁটাযুক্ত। এ কারণেই মূলত ফলটির নাম কাঁটাবহরী দেয়া হয়েছে। অনেকে অবশ্য বঁইচি নামেও চিনে। এর বৈজ্ঞানিক নাম Flacourtia indica, পরিবার Selicaceae। ইংরেজি নাম Governors Plum। বর্তমানে অযত্ন, অবহেলা এবং বন উজাড় হওয়ায় কাঁটাবহরী অনেকটা বিলুপ্তির পথে।
জানা গেছে, কাঁটাবহরী বা বঁইচি গাছ ঝোপঝাড়ের পাশে বা জঙ্গলের মাঝে প্রাকৃতিকভাবেই জন্ম নেয়। এ গাছে সাধারণত ফাল্গুন-চৈত্র মাসে পাঁচ পাপড়িযুক্ত ক্ষুদ্রাকৃতির ফুল ধরে। পরে আঙ্গুরের মতো গোলাকার সবুজ রঙের ফল হয়। যা পাঁকতে শুরু করে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। পাঁকলে এর রঙ রক্তবেগুনি আকার ধারণ করে। অনেকটা কালো জামের মতো। এ ফল খেতে অম্ল ও মিষ্টি স্বাদযুক্ত। বঁইচি গাছের মূলের রস নিউমোনিয়া এবং পাতার নির্যাস জ্বর, কফ ও ডায়রিয়া নিরাময়ে ব্যবহৃত হয়। পাতা ও মূল অনেকে সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করেন। বাকলের অংশ তিলের তেলের সঙ্গে মিশিয়ে বাতের ব্যথা নিরাময়ে মালিশ তৈরি করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘এক সময় আমাদের এইদিকে প্রচুর পরিমাণ কাঁটাবহরী গাছ ছিলো। এখন সচরাচর দেখা যায় না। জঙ্গলে কিছু গাছ আছে, তাও এখন বিলুপ্তির পথে।’

উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ আল-আমিন বলেন, ‘আমরা ছোটবেলায় এ ফল খেয়েছি। অনেক মজাদার একটি ফল। তবে বর্তমানে আমাদের এলাকায় এ ফলের গাছ নেই বললেই চলে।’
ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের এলাকায় কাঁটাবহরী গাছ এখনো কিছু আছে। তাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এ গাছ রক্ষায় সরকারের উদ্যোগ নেয়া উচিত।’
মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামের বাসিন্দা কবি মোঃ বেল্লাল হাওলাদার বলেন, ‘মুরুব্বিদের কাছে শুনেছি এই গাছের পাতা শ্লেষ্মা, কাঁশি আমাশয় এবং হজমের সমস্যাসহ ডায়রিয়াতে অনেক উপকারী।’
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মোঃ আব্দুল মালেক মাস্টার ধ্রুববাণীকে বলেন, ‘বঁইচি বা কাঁটাবহরী আমাদের দেশের বিলুপ্তপ্রায় একটি ফল। একসময় গ্রামগঞ্জে ক্ষেতের পাশে, ঝোপঝাড়ে এ ফল প্রচুর পাওয়া যেতো। কিন্তু এখন আর চোখে পরে না। এটি অনেক ভেষজগুণসম্পন্ন উদ্ভিদ। গ্রামের মানুষ এর গুণাগুণ সম্পর্কে না জানায় এবং বন উজাড় হওয়ায় বর্তমানে কাঁটাবহরী বিলুপ্তির পথে। দশ-বিশ বছর পর হয়তো এই ফলটিকে আর আমাদের দেশে দেখাই যাবে না।’
প্রচুর পুষ্টি ও ওষুধিগুণসম্পন্ন বিপন্নপ্রায় এ উদ্ভিদটি রক্ষায় সরকারি উদ্যোগে সংরক্ষণের দাবি জানান তিনি।
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিলুপ্তির পথে জনপ্রিয় বুনোফল ‘কাঁটাবহরী’

আপডেট টাইম : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

মাইনুদ্দিন আল আতিক।।

দক্ষিণাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় একটি বুনোফল ‘কাঁটাবহরী’। এক সময়ে গ্রামগঞ্জের বন-জঙ্গলে বা ঝোপঝাড়ের পাশে এ ফলের গাছ হরহামেশাই দেখা যেতো। এখন আর আগের মতো চোখে পরে না। গভীর জঙ্গলে খুঁজলে দু-একটি গাছের দেখা মেলে। এ গাছ ঝোপালো এবং শাখা কাঁটাযুক্ত। এ কারণেই মূলত ফলটির নাম কাঁটাবহরী দেয়া হয়েছে। অনেকে অবশ্য বঁইচি নামেও চিনে। এর বৈজ্ঞানিক নাম Flacourtia indica, পরিবার Selicaceae। ইংরেজি নাম Governors Plum। বর্তমানে অযত্ন, অবহেলা এবং বন উজাড় হওয়ায় কাঁটাবহরী অনেকটা বিলুপ্তির পথে।
জানা গেছে, কাঁটাবহরী বা বঁইচি গাছ ঝোপঝাড়ের পাশে বা জঙ্গলের মাঝে প্রাকৃতিকভাবেই জন্ম নেয়। এ গাছে সাধারণত ফাল্গুন-চৈত্র মাসে পাঁচ পাপড়িযুক্ত ক্ষুদ্রাকৃতির ফুল ধরে। পরে আঙ্গুরের মতো গোলাকার সবুজ রঙের ফল হয়। যা পাঁকতে শুরু করে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। পাঁকলে এর রঙ রক্তবেগুনি আকার ধারণ করে। অনেকটা কালো জামের মতো। এ ফল খেতে অম্ল ও মিষ্টি স্বাদযুক্ত। বঁইচি গাছের মূলের রস নিউমোনিয়া এবং পাতার নির্যাস জ্বর, কফ ও ডায়রিয়া নিরাময়ে ব্যবহৃত হয়। পাতা ও মূল অনেকে সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করেন। বাকলের অংশ তিলের তেলের সঙ্গে মিশিয়ে বাতের ব্যথা নিরাময়ে মালিশ তৈরি করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘এক সময় আমাদের এইদিকে প্রচুর পরিমাণ কাঁটাবহরী গাছ ছিলো। এখন সচরাচর দেখা যায় না। জঙ্গলে কিছু গাছ আছে, তাও এখন বিলুপ্তির পথে।’

উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ আল-আমিন বলেন, ‘আমরা ছোটবেলায় এ ফল খেয়েছি। অনেক মজাদার একটি ফল। তবে বর্তমানে আমাদের এলাকায় এ ফলের গাছ নেই বললেই চলে।’
ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের এলাকায় কাঁটাবহরী গাছ এখনো কিছু আছে। তাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এ গাছ রক্ষায় সরকারের উদ্যোগ নেয়া উচিত।’
মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামের বাসিন্দা কবি মোঃ বেল্লাল হাওলাদার বলেন, ‘মুরুব্বিদের কাছে শুনেছি এই গাছের পাতা শ্লেষ্মা, কাঁশি আমাশয় এবং হজমের সমস্যাসহ ডায়রিয়াতে অনেক উপকারী।’
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মোঃ আব্দুল মালেক মাস্টার ধ্রুববাণীকে বলেন, ‘বঁইচি বা কাঁটাবহরী আমাদের দেশের বিলুপ্তপ্রায় একটি ফল। একসময় গ্রামগঞ্জে ক্ষেতের পাশে, ঝোপঝাড়ে এ ফল প্রচুর পাওয়া যেতো। কিন্তু এখন আর চোখে পরে না। এটি অনেক ভেষজগুণসম্পন্ন উদ্ভিদ। গ্রামের মানুষ এর গুণাগুণ সম্পর্কে না জানায় এবং বন উজাড় হওয়ায় বর্তমানে কাঁটাবহরী বিলুপ্তির পথে। দশ-বিশ বছর পর হয়তো এই ফলটিকে আর আমাদের দেশে দেখাই যাবে না।’
প্রচুর পুষ্টি ও ওষুধিগুণসম্পন্ন বিপন্নপ্রায় এ উদ্ভিদটি রক্ষায় সরকারি উদ্যোগে সংরক্ষণের দাবি জানান তিনি।