মোংলায় বজ্রপাতে একজনের মৃত্যু
- আপডেট টাইম : ১২:১৭:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক :
মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বর অজিত মজুমদার জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫) মঙ্গলবার সকালে ঢালীরখন্ড ঈদগাহে নামাজ পড়েন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জ্বালানী কাঠ নিয়ে বাড়ীতে ফিরছিলেন তিনি। পথিমধ্যেই বজ্রপাতের শিকার হন মহির। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেবানন্দ মজুমদার বলেন, হাসপাতালে আনার আগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মেম্বর অজিত বলেন, দিনমজুর মহির নামাজ পড়ে ঘাড়ে কাঠ নিয়ে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। মহির স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রয়েছেন। মহির পেশায় একজন দিনমজুর।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বজ্রপাতে নিহত মহির পরিবারকে সরকারী সহায়তা প্রদাণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ঈদের নামাজের আগ মুহুর্ত পর্যন্ত মোংলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও নামাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ মেঘে ঢেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঈদ আনন্দ নিরানন্দ হয়ে পড়েছে এখানকার মানুষের কাছে।