মোংলায় পৌর ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১২:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ২৫৮ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা :
মোংলায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় এ ঈদগাহে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মোংলা পৌর শহরের প্রধান বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান। এরপর দ্বিতীয় জামাত পরিচালনা করেন মোংলা থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ কারী মোঃ জাহিদ হাসান। ঈদগাহের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর লোকজন। নামাজ শুরুর আগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সকলকে সরকারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
মোংলা পোর্ট পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অন্তত ৬০/৭০টি জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মোঃ আবু হুরায়রা।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোংলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও স্থানীয় সংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়া পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানসহ বিশিষ্টজনেরা।