৫০ হাজার টাকায়ও বিক্রি হলো না শিশু আরিয়ান। অবশেষে পুলিশের জালে আটক অপহরণকারী চক্র
- আপডেট টাইম : ০৪:২১:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
মোঃ জামাল আহমেদস্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন গত ১৮/০৪/২০২২ ইং তারিখে শিশু আরিয়ান নিখোঁজ হন।পরে আরিয়ানের পরিবার কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ করলে অজ্ঝাতনামা অপহরনতারীদের বিরুদ্ধে কাশিমপুর থানার মামলা নং -৮(৪)২২ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩] ধারায় মামলা রুহু হয় । কাশিমপুর থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন আরিয়ানকে খুঁজে পেতে। অবশেষে ইং ২৩/৪/২২ তারিখ রাতে রাতে আরিয়ানকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনাবাড়ীর হরিনার চালা থেকে রীনা বেগম এর হেফাজত হইতে উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ। পরবর্তীতে তার রীনার দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রের মূল অপহরণকারী শিমু বেগম পিতা- সওদাগর মিয়া, সাং-নলডুবি থানা-ঝিনাইগাতি, জেলা- শের পুর ও অপর সহযোগী মুকিম বিল্লা কে আটক করে। জানা যায় রীনা বেগম ও মুকিমের পরিকল্পনা অনুযায়ী শিমু শিশু আরিয়ানকে চুরি করে ৫০ হাজার টাকায় এই আরিয়ানাকে বিক্রি করেছিলেন বলে জানিয়েছেন থানা পুলিশ। আজ সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।। শিমু বেগম বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তার হেফাজত হইতে শিশু বিক্রির নগদ ১৫,৫০০ টাকা জব্দ করেছে। শিশু আরিয়ানাকে খুঁজে পেয়ে তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন কাশিমপুর থানার সেকেন্ড অফিসার দীপংকর রায় কে।