নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু,পরিবারে শোকের ছায়া

- আপডেট টাইম : ০৫:১৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ২৩২ ৫০০০.০ বার পাঠক
নবাবগঞ্জ, দিনাজপুর থেকে।।
দিনাজপুরের নবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মুজাহিদ হোসেন মোসাদ(৩.৫)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
রবিবার বিকেলে (১৭এপ্রিল)উপজেলার কাঁচদহ ব্রিজের সামনে আলমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ উপজেলার বামন নগর কাশিপুর এলাকার মোঃ মাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমনগর বাজারের রাস্তা পারাপারের সময় তার বাবার অসাবধানতাবশত হঠাৎ করে শিশু মুজাহিদ কাঁচদহ ব্রিজ হতে নবাবগঞ্জ গামী একটি শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত ভটভটির সামনে পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মুজাহিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।