সাকিবের মাথায় বিশেষ ক্যাপ
- আপডেট টাইম : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
গত ডিসেম্বরের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) দশক সেরা পুরুষ টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে দশক সেরা ওয়ানডে দলে জায়গা করে নেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দলে জায়গা করে নেয়ার পর আইসিসি থেকে বিশেষ একটি ক্যাপ দেয়া হয়েছে সাকিবকে। আজ রবিবার (১৭ জানুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সেই ক্যাপ পরে একটি ছবি পোস্ট করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, অবশেষে পেলাম ক্যাপটি।
Ad by Valueimpression
দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এ দল নির্বাচন করা হয়।