খুলনা জেলার দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে স্থায়ী সাব রেজিস্ট্রার প্রয়োজন
- আপডেট টাইম : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ৪৫০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
প্রেস ইন-হাউজ ২৪- মীরের ডাঙ্গা, মহেশ্বরপাশা, দেয়ানা, দৌলতপুর, পাবলা, গোয়ালপাড়া, আড়ংঘাটা, তেলিগাতী, যোগীপোল ও আরো কয়েকটি মৌজা নিয়ে খুলনা দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম। তথ্যমতে জানা যায়- বিগত বছরেও উক্ত সাব রেজিস্ট্রার কার্যালয়ে কার্যক্রম ০১ (এক) জন সাব রেজিস্ট্রার দ্বারা পরিচালিত হত। কিন্তু বর্তমানে একজন সাব রেজিস্ট্রার খুলনা ও পাইকগাছায় দুইটি কার্যালয়ে কার্যক্রম চালান ভাগাভাগি করে।
এতে অনেক নাগরিক তার ভূমি ক্রয় বিক্রয়ের কারনে- ভূমি রেজিস্ট্রি করতে আসলে রেজিস্ট্রার কে না পেয়ে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। এতে সরকার হারিয়েছে অনেক রাজস্ব। উপরোক্ত কার্যাবলী বিবেচনা করে দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে রবি হতে বৃহষ্পতি ০১ (এক) জন সাব-রেজিস্ট্রার দ্বারা পরিচালতি হলে-ভূমি রেজিস্ট্রি বৃদ্ধি পেত, বাঁচতো নাগরিকদের সময়, সরকারের অর্জন হতো রাজস্ব বৃদ্ধির হার । উক্ত সাব- রেজিস্ট্রার কার্যালয়টি দৌলতপুর বাজারে অবস্থিত।