ধামরাইয়ে ৭ শতাধিক রোগিদের ফ্রি চিকিৎসা সেবা
- আপডেট টাইম : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ২৩৯ ৫০০০.০ বার পাঠক
ধামরাই প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রায় ৭শতাধিক রোগিদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়াহয়েছে। আজ শনিবার ধামরাই বাজার আবির কনসালটেশন সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশু,গায়িনী ওমেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গরীব ও অসহায় রোগিদের সবসময় ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার শাহজাহান মিয়া। ধামরাইবাসি তাকে গরীবের ডাক্তার হিসেবে জানেন।
আবির কনসালটেন সেন্টারের উদ্যাগে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মো শাহজাহান মিয়া পরিচালনায় ডাক্তার লতিফা ইয়াসমিনআখি ও ডাক্তার নাজনুন আরা জথি ফ্রি চিকিৎসা সেবা দেয়।
রোগিদের মধ্যে শিউলী,শেফালী আক্তার বলেন, আমরা গরীব মানুষ আমাদের শিশুদের ফ্রি চিকিৎসা নিতে পেরে অনেকউপকার হয়েছে। শাহজাহান স্যারের জন্য আমরা দোয়া করি তাকে আল্লাহ যেন দীর্ঘ আয়ু দান করেন। তিনি গরীব মানুষের জন্যঅনেক কিছু করে।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার মো. শাহজাহান মিয়া বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষেএলাকার অসহায় গরীব মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা দিতে পেরে আমি আনন্দিত। বছরে তিনদিন আমি ফ্রি চিকিৎসা সেবাপ্রদান করি থাকি। এটা সারাজীবন করতে চাই। তিনি আর বলেন, আল্লাহ পর মানুষ ডাক্তারকে বিশ্বাস করেন। একজন ডাক্তার ইচ্ছা করলে মানুষের সেবা করে একজন মহান মানুষের রুপান্তিত হয়া যায়।