ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
পরিবহণসহ ৫ খাতে ৭০ শতাংশ বরাদ্দ ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের মিথ্যা সংবাদের প্রতিবাদ লিগ্যাল নোটিশ করতে প্রস্তুতি বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর আমড়াগাছি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আমিরাতের ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল, ভূল সিদ্ধান্ত ছিলো// সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি এনবিআরের একাধিক নেতাদের গণপদত্যাগ আগামী ১৫ ও ১৭ মে পর্যন্ত চলবে কর্মসূচি বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক

ঠাকুরগাঁওয়ে আগাম তরমুজ; বিক্রি হচ্ছে চড়া দামে

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০১:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৩৩ ১৫০০০.০ বার পাঠক

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি।।

ঠাকুরগাঁও জেলায় ৩০ মার্চ বুধবারে আগাম তরমুজের দাম ক্রেতার সাধ্যের বাইরে বিক্রি হচ্ছে । তাই অনেকে শুধু দাম শুনে চলে যাচ্ছে তরমুজ আর নেওয়া হচ্ছে না সাধারণ মানুষের। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাজারে দেখা মিলছে আগাম জাতের তরমুজ ।

হালকা গরমে তৃষ্ণা নিবারণের জন্য এ ফলটির বেশ চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। যে কারণে আগাম তরমুজের দাম ক্রেতাদের সাধ্যের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার ফল ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও জেলার ফল ব্যবসায়ীরা জানান, গরমকালের তরমুজ এখনো বাজারে আসেনি। সেগুলো মিলবে আরও দেড়/দুই মাস পর। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের তরমুজ। বাজারে আগাম তরমুজ উঠেছে কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চল থেকে ঠাকুরগাঁও জেলায় বাজারে নিয়ে আসা হয়েছে এই তরমুজ গুলো।

তাই একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। তবে এখন যে দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালে এলে এর দাম আরও কমবে। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার তরমুজ ব্যবসায়ী নওশাদ আলী বলেন, কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চল থেকে ঠাকুরগাঁও জেলার বাজারে এ আগাম জাতের তরমুজ আসছে।

আব্দুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, বাজারে যেসব আগাম জাতের তরমুজ পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেযোগ্য হলো- বালি, ব্লাক সুইট, কালো গ্রামীণ, ব্লাক লায়ন,বিগ ফেমেলি ও রোয়েল ফেমেলি, আনারকলি, ব্লাকবেবি, চায়না-২, এশিয়ান-২, ঠাকুরগাঁও জেলার খুচরা তরমুজ বিক্রেতা কবির জানান, আগাম জাতের এসব তরমুজ কোনটাই ঠাকুরগাঁও জেলায় হয়নি।

এগুলো কুয়াটাকা সহ বেশ কিছু এলাকা থেকে আনা হয়েছে। বাজারে এগুলোর চাহিদা অনেক। প্রতি কেজি তরমুজ ৬০ টাকায় বিক্রি করছেন। ভ্যানে ভ্রাম্যমাণ তরমুজ বিক্রেতা আল-আমিন বলেন, প্রতি কেজি তরমুজ প্রথম দিকে ৭০-৮০ টাকা করে বিক্রি করেছি। এখন ৬০-৬৫ টাকায় বিক্রি করছি। দাম এখন একটু বেশি হলেও সিজনের তরমুজ বাজারে আসলে কমে যাবে।

সামিউল নামের এক ক্রেতা বলেন, বাজারে প্রথম তরমুজ উঠেছে যা দেখে ভালো লেগেছে। ভালো-মন্দ কি হবে জানি না। তবু কিনলাম। যদিও দাম একটু বেশি। তবে আমরা আশা করছি রমজান মাসের পূর্বেই এর দাম শিথিল হয়ে আসবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে আগাম তরমুজ; বিক্রি হচ্ছে চড়া দামে

আপডেট টাইম : ০১:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি।।

ঠাকুরগাঁও জেলায় ৩০ মার্চ বুধবারে আগাম তরমুজের দাম ক্রেতার সাধ্যের বাইরে বিক্রি হচ্ছে । তাই অনেকে শুধু দাম শুনে চলে যাচ্ছে তরমুজ আর নেওয়া হচ্ছে না সাধারণ মানুষের। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাজারে দেখা মিলছে আগাম জাতের তরমুজ ।

হালকা গরমে তৃষ্ণা নিবারণের জন্য এ ফলটির বেশ চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। যে কারণে আগাম তরমুজের দাম ক্রেতাদের সাধ্যের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার ফল ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও জেলার ফল ব্যবসায়ীরা জানান, গরমকালের তরমুজ এখনো বাজারে আসেনি। সেগুলো মিলবে আরও দেড়/দুই মাস পর। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের তরমুজ। বাজারে আগাম তরমুজ উঠেছে কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চল থেকে ঠাকুরগাঁও জেলায় বাজারে নিয়ে আসা হয়েছে এই তরমুজ গুলো।

তাই একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। তবে এখন যে দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালে এলে এর দাম আরও কমবে। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার তরমুজ ব্যবসায়ী নওশাদ আলী বলেন, কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চল থেকে ঠাকুরগাঁও জেলার বাজারে এ আগাম জাতের তরমুজ আসছে।

আব্দুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, বাজারে যেসব আগাম জাতের তরমুজ পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেযোগ্য হলো- বালি, ব্লাক সুইট, কালো গ্রামীণ, ব্লাক লায়ন,বিগ ফেমেলি ও রোয়েল ফেমেলি, আনারকলি, ব্লাকবেবি, চায়না-২, এশিয়ান-২, ঠাকুরগাঁও জেলার খুচরা তরমুজ বিক্রেতা কবির জানান, আগাম জাতের এসব তরমুজ কোনটাই ঠাকুরগাঁও জেলায় হয়নি।

এগুলো কুয়াটাকা সহ বেশ কিছু এলাকা থেকে আনা হয়েছে। বাজারে এগুলোর চাহিদা অনেক। প্রতি কেজি তরমুজ ৬০ টাকায় বিক্রি করছেন। ভ্যানে ভ্রাম্যমাণ তরমুজ বিক্রেতা আল-আমিন বলেন, প্রতি কেজি তরমুজ প্রথম দিকে ৭০-৮০ টাকা করে বিক্রি করেছি। এখন ৬০-৬৫ টাকায় বিক্রি করছি। দাম এখন একটু বেশি হলেও সিজনের তরমুজ বাজারে আসলে কমে যাবে।

সামিউল নামের এক ক্রেতা বলেন, বাজারে প্রথম তরমুজ উঠেছে যা দেখে ভালো লেগেছে। ভালো-মন্দ কি হবে জানি না। তবু কিনলাম। যদিও দাম একটু বেশি। তবে আমরা আশা করছি রমজান মাসের পূর্বেই এর দাম শিথিল হয়ে আসবে।