বাইডেনের শপথ অনুষ্ঠান মার্কিন ৫০ রাজ্যে সংঘাতের শঙ্কা, সতর্কতা জারি
- আপডেট টাইম : ০৬:৩৪:২৪ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
- / ২৬২ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি ও ৫০ টি রাজ্যে সশস্ত্র বিক্ষোভের শঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে এসব রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
আগামী বুধবার ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে বাইডেনের শপথ অনুষ্ঠান।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাত এড়াতে বিভিন্ন রাজ্যে জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই ৫০ টি রাজ্যে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে সতর্ক করেছেন।
সংঘাত এড়াতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যারিল্যান্ড, মেক্সিকো এবং ইউটা অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করেছে।
এছাড়া ক্যালিফোর্নিয়া, পেনিসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন এবং উইসকনসিনে জাতীয় নিরাপত্তা রক্ষী মোতায়েন করছে। এবং টেক্সাস শনিবার থেকে বাইডেনের শপথ অনুষ্ঠান পর্যন্ত তার রাজধানী বন্ধ রাখছে।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক জানিয়েছে, সহিংস উগ্রপন্থীরা অপরাধমূলক সংঘাত চালানোর জন্য পরিকল্পিত বিক্ষোভ অনুপ্রবেশ করতে পারে।
গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। সংঘাতে পাঁচ জন নিহত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এনিয়ে তদন্ত চলছে