কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ একজন আটক
- আপডেট টাইম : ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
নুরুল আমিন মিল্টন মল্লিক
(নিজস্ব প্রতিনিধি।।
বরগুনা পাথরঘাটা তালতলা বাসস্ট্যান্ড থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ সাগর শেখ (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৬নং ওয়ার্ডের তালতলা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক সাগর বাঘেরহাট জেলার অন্তর্গত বাহারচলা গ্রামের বাসিন্দা মৃতঃ মোঃ খলিলের ছেলে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পরিবহনের এক যাত্রী মাদক বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা তালতলা বাস স্ট্যান্ডে আসতেছে এমন সংবাদে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌর শহরের তালতলা বাসস্ট্যান্ড থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ সাগর শেখ নামে এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। পরে সাগরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।