নাসিরনগরে স্বাধীনতা দিবসে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
- আপডেট টাইম : ০৭:১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নাসিরনগর উপজেলা শাখার পক্ষ থেকে ২৬ মার্চ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে নাসিরনগর স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নাসিরনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এই সময় সংগঠনের সভাপতি অাদেশ চন্দ্র দেব, সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব ,সহ সভাপতি দিলীপ কুমার দত্ত,সহ-সভাপতি নারায়ন দে সরকার ,
সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র ভৌমিক , সাংগঠনিক সম্পাদক বকুল দাস অজিত,সহ-সাংগঠনিক সুমন গোপ , প্রচার সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী ,গৌরদাস ভৌমিক,বিনোদ দাস , সতীনাথ দাস,সন্তোষ দেব , বিধান সরকার,রনজিৎ দাস, হীরালাল মেম্বার, হরিকমল সরকার,বিকাশ দেব, গোবিন্দ সরকার,সুজন সরকার,অবনী মালাকার , প্রদীপ সরকার ,প্রসেনজিত সরকার,স্বাধীন দাস , আবুল দেব , সঞ্জিত সরকার ,অবিনাশ দাস প্রমুখ ।
যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে ছিলেন আহ্বায়ক মিহির কুমার দেব , সদস্য সচিব নন্দলাল দাস ,
সৈকত দেব , আনন্দ দাস , বিকাশ দাস , তাপস দাস , শংকর সূত্রধর , দয়াল মল্লিক , অলক দেব , জীবন সূত্রধর , শুভ দাস , শম্ভু দাস , বিমল সরকার , প্রমুখ নেতৃবৃন্দ ।
স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে দুটি সংগঠনের নেতৃবৃন্দ নাসিরনগর উপজেলা সদরে একটি আনন্দ মিছিল বের করেন।