গাজীপুর চৌরাস্তা দিগন্ত গার্মেন্টস সংলগ্নে জমি ক্রয়ের কথা বলিয়ে লাখ লাখ হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি
- আপডেট টাইম : ০১:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ৪৭৩ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার:- আশিক।।
গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড, দিগন্ত গার্মেন্ট সংলগ্ন জমি ক্রয়ের কথা বলিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। জমি বিক্রয় ভুক্ত ভুগি ব্যক্তি মোঃ রুহুল আমিন ঢালি (৬৭) পিতা-মৃত নুরুল হক ঢালি, সাং – বাড়ি ৭৬/১গ, হাড়িনাল প্রাইমারি স্কুল রোড, থানা-সদর, গাজীপুর মহানগর, জেলা, গাজীপুর তাহাকে এই প্রতারক চক্রটির দুই সদস্য,
১/মোঃ সোলায়মান (৪০), পিতা-ইবুর মাহমুদ,সাং-ইসালী,থানা- পূবাইল, জেলা- গাজীপুর
২/ মোঃ সোহেল রানা (৪২) পিতা- রাজ্জাক ফকির, সাং- উঃ বাওতলী, থানা- কালকিনি,জেলা – মাদারীপুর। প্রতারক চক্রের মোঃ সোলায়মান পূর্বের পরিচিত ছিল ভুক্ত ভুগি ব্যক্তি মোঃ রুহুল আমিন ঢালি, গত অনুমান এক বছরের পূর্বে প্রতারক চক্রের মোঃ সোলায়মান, ভুক্ত ভুগি মোঃ রুহুল আমিন ঢালির, মালিকানা টাঙ্গাইল রোড, দিগন্ত গার্মেন্ট সংলগ্ন, বাসন থানাধীন। নাওজোরী ২০.৩১ শতাংশ জমি ক্রয় করার ইচ্ছা পোষণ করিলে, উক্ত জমির মোট মূল্য-১,০৪,৬৩,৫০০ টাকা মূল্য নির্ধারণ করিয়ে,বায়না বাবদ, ৫০,০০০ টাকা প্রদান করে, ২৮/০৩/২০২১ ইং তারিখে ৫০ টাকা মূল্য মানের ৬টি,মোট ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ঠাম্পে স্বাক্ষর সাপেক্ষে খোলা বায়নাপএ সম্পাদন করে।
যাহার খতিয়ান নং এসএ-২৫৭, আরএস ১৬৪, দাগ নং- সিএস ও এসএ ৯৯০,আরএস ১২১২।
৬৭ শতাংশ জমির কাতে বায়নাকৃত জমির পরিমাণ ২০.৩১ শতাংশ। মোঃ সোলায়মান জমির মুল মালিক
মোঃ রুহুল আমিন ঢালি নিকট গিয়ে প্রকাশ করে মোঃ সোহেল রানা জমির প্রকৃত ক্রেতা। উক্ত জমির বায়নাপত্র করার পর মোঃ সোহেল রানার পরিকল্পনা মোতাবেক মোঃ সোলায়মান উক্ত জমির বিভিন্ন কাগজ পত্রের ত্রুটি দেখাইয়া কাগজ পত্র সংশোধনের কথা বলিয়া কৌশলে জমির মালিক মোঃ রুহুল আমিন ঢালি নিকট হইতে ৩,৫০,০০০ টাকা হাতিয়ে নেয়। অথচ মোঃ সোলায়মান অদ্যাবধি মোঃ রুহুল আমিন ঢালি এর উক্ত জমির সংশোধিত কপিগুলো প্রদান করে নাই। তাহার নিকট উক্ত জমির কাগজপত্র চাহিলে মোঃ সোলায়মান তালবাহানা মুলক কথা বলতে শুরু করে। গত ১৩/০৩/২০২২ ইং তারিখে সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মোঃ রুহুল আমিন ঢালি নামীয় মেঘনা ব্যাংক এর একটি চেক হিসাব নং- ১১০৯১১১০০০০০০৯৭, ( ঢালি ফ্যাশান ) এর স্বাক্ষরকৃত অবস্থায় হারাইয়া যায় ইহার প্রেক্ষিতে মোঃ রুহুল আমিন ঢালি ১৩/০৩/২০২২ ইং তারিখে বাসন থানা, জিএমপি হাজির হয়ে একটি জিডি এন্ট্রি করে যাহার নং- ৬৭৬। মোঃ সোলায়মান জমির বিষয় নিয়ে প্রায় সময়েই মোঃ রুহুল আমিন ঢালি ( ঢালি ফ্যাশান ) রাইফ টাওয়ার, জাহানারা বিজনেস পয়েন্ট এর পাশে, চান্দনা চৌরাস্তাস্হিত দোকানে আসিত। বিশ্বাস করে প্রায় সময়ই মোঃ রুহুল আমিন ঢালি মোঃ সোলায়মান কে দোকানে বসাইয়া বিভিন্ন স্থানে যাইত। এই সুযোগে মোঃ সোহেল রানার পরিকল্পনা মোতাবেক মোঃ সোলায়মান চুরি করে নিয়ে যায়। মোঃ সোলায়মান চুরি করা উক্ত চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়া ডিজ-অনার করিয়ে মোঃ রুহুল আমিন ঢালির নামে মিথ্যা মামলা দায়ের করা পরিকল্পনা করে। বায়না পত্রের মূলকপি মোঃ সোলায়মান নিকট আছে। মোঃ রুহুল আমিন ঢালির বায়নাকৃত দলিলের পিছনে মোঃ সোলায়মান নিজ হাতে লেখে যে, মোঃ সোলায়মান মোঃ রুহুল আমিন ঢালি কে পরবর্তীতে বিভিন্ন তারিখে আরো ৭৫ লাখ টাকা প্রদান করিয়াছে। প্রকৃত পক্ষে মোঃ সোলায়মান, মোঃ রুহুল আমিন ঢালিকে ৭৫ লাখ টাকা প্রদান করে নাই। প্রকৃত পক্ষে মোঃ সোলায়মান (৪০) ও মোঃ সোহেল রানা (৪২) প্রতারক চক্র জানতে পেরে গত ২৫/০৩/২২ ইং তারিখে মোঃ রুহুল আমিন ঢালি (৪৭) বাসন থানা, জিএমপিতে হাজির হয়ে, মোঃ সোলায়মান ও মোঃ রুহুল আমিন নামে একটি অভিযোগ দায়ের করেন।
বাসন থানার, অফিসার ইনচার্জ, জনাব মোঃ মালেক খসরু খান, নিকট জানতে চাইলে তিনি দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা কে বলেন মোঃ রুহুল আমিন ঢালি(৪৭) আজকে অভিযোগ দায়ের করেছেন, এ বিষয়টি একান্তভাবে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।